বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ডিজে ও সন্ন্যাসী কথাদুটো একসাথে একই মানুষের ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে শুনে চমকে যাচ্ছেন নিশ্চয়ই। সম্প্রতি ভাইরাল (viral video) হওয়া ভিডিওতে স্তব ও আধুনিক বিটবক্সিং এর মিশেলে আরো চমক অপেক্ষা করছে আপনার জন্য। দুই আপাত বিপরীত দুনিয়ার মেলবন্ধন ঘটিয়ে এই মুহুর্তে নেট দুনিয়ার আগ্রহের বিষয় এই জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ইয়েসেতু আকাশাকা।
ইয়েসেতু আধুনিক মিউজিক বিটবক্সিং এর সুরে মিলিয়েছেন, শ্বাশত বুদ্ধের স্তবকে যা সামাজিক মাধ্যমে আসতেই হইচই পড়ে যায় নেটদুনিয়া জুড়ে। ৯ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছে এই ব্যাতিক্রমী ইউটিউব ভিডিওটি।
ইয়েসেতু মিউজিক এর দুনিয়ায় নতুন নন। প্রায় ১৫ বছর ধরে তিনি এই শিল্পের সাথে যুক্ত। ২০০৯ সালে তিনি একটি লুপ স্টেশন কেনেন। এবং তারপর থেকেই বেশ কয়েকটি ভিন্ন ধর্মী মিউজিক দর্শকদের উপহার দিয়েছেন তিনি। লক ডাউনে তার এই জনপ্রিয়তা আরো বেড়েছে। এই মুহুর্তে নেট দুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন তিনি।
৩৭ বছর বয়সী ইয়েসেতু জানিয়েছেন, অনেকেই মনে করেন বৌদ্ধ ধর্ম তাদের জন্য যারা ইতিমধ্যেই জীবনের মায়া ত্যাগ করেছেন। যদিও তা সত্যি নয়। যদি তার মিউজিক যুব সমাজকে আকর্ষণ করে তবে সম্ভবত তারা এই ধর্ম সম্পর্কে আগ্রহী হবে।
এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সন্ন্যাসী হওয়ার আগেও আমি আমার লুপ স্টেশনে মিউজিক করতাম। মঠ থেকে সন্ন্যাসী হওয়ার প্রথাগত শিক্ষা শেষ করে আমি মিউজিকই করতে চেয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল বুদ্ধের স্তব ও শিক্ষাকে মিউজিকের সাথে সম্পৃক্ত করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা।
https://youtu.be/z5X_25Lh2I4