Viral video : প্রতিদিন নিয়ম করে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশ করা হয় তা কি আদেও সত্য? দেশবাসীর মনের এই সন্দেহই দৃঢ় হল সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে। টার্গেট পূরণ করতে এই চিকিৎসক যেভাবে করোনা পরীক্ষায় অবহেলা করছেন ; তা দেখে হতভম্ভ হয়ে গিয়েছে নেটপাড়া।
সাধারণ মানুষ মনে করে ডাক্তার ভগবানের রূপ। মৃত্যু ও জীবনের মাঝে বার বার প্রতিরোধের দেওয়াল হয়ে দাঁড়ান এই চিকিৎসকরা। করোনার মত অতিমারিতেও তার ব্যাতিক্রম হয় নি। কিন্তু ডা. রাজকুমার সারস্বত নামের এই চিকিৎসক যা করলেন, তাতে সেই শ্রদ্ধায় অনেকখানি চিড় ধরল।
করোনা অতিমারিতে এই মুহুর্তে কেবলমাত্র টেস্টিং ছাড়া আর কোনো উপায় নেই দেশের হাতে। প্রতিদিনই রাজ্যগুলো টেস্টিং বাড়িয়ে চলেছে যাতে করোনা রোগীদের আইসোলেশনে রেখে এই অতিমারি থেকে নিস্কৃতি সম্ভব হয়। রাজ্যগুলো প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বেঁধে দিয়েছে টার্গেট। এই টার্গেট পূরণ করতেই উত্তরপ্রদেশের মথুরার এই ডাক্তার নিজের স্যাম্পেল দিলেন। তাও এক দুবার নয় ১৫ বার।
ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে যোগী রাজ্যে করোনা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। ভিডিওতে এক পর্বে ঐ ডাক্তারকে বলতে শোনা যায় টার্গেট পূরণ করতেই তিনি এই কাজ করছেন। ঐ স্থানে উপস্থিত থাকা অন্য একজনকে শোনা যায় এত স্যাম্পল এক সাথে না পাঠিয়ে বিভিন্ন নামে পরবর্তীতে পাঠাতে।
এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ভুয়ো কাগজ দেখিয়ে কোভিড রোগীকে হোম আইসোলেশনের পরামর্শও দেন ঐ ডাক্তার। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সে রাজ্যের প্রশাসন ।
#fake #sampling of #corona #test: A video of #Mathura’s CHC doctor giving more than 15 samples for Corona test for completing his sampling target goes viral. Health officials mark inquiry into the matter. @timesofindia @UPGovt @dmmathura7512 @myogiadityanath pic.twitter.com/b044iinffd
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) September 20, 2020