অপারেশনের আগে নিষ্ঠার সাথে মন্ত্রোচ্চারণ চিকিৎসক-নার্সদের! প্রশংসা কুড়াচ্ছে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে “বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।” অর্থাৎ সমস্ত কিছুর আগে মানুষের বিশ্বাসই সবথেকে বেশি প্রাধান্য পায়। এমনিতেই আস্তিক-নাস্তিকের দ্বন্দ্ব চলে আসছে যুগের পর যুগ। ভগবান আছেন কি নেই এই তর্কও তাই জারি রয়েছে। তবে, এই সবকিছুই নির্ভর করছে সেই “বিশ্বাস”-এর ওপরেই।

স্বাভাবিকভাবেই, যারা আস্তিক তাঁরা বিশ্বাস করেন সর্বশক্তিমানের উপস্থিতিকে। অপরদিকে, নাস্তিকরা এড়িয়ে যান তা। তবে, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যা দেখে সত্যিই চমকে যেতে হয়! সাধারণত আমরা চিকিৎসকদেরকে ভগবানের রূপ হিসেবে দেখি। কারণ, তাঁদের কাছ থেকেই সমস্ত রোগ থেকে নিরসন পান সবাই।

পাশাপাশি, তাঁদের জন্যই দীর্ঘ অসুস্থতা কিংবা দুর্ঘটনা থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হন সাধারণ মানুষ। তবে, দিনের শেষে তাঁরাও তো রক্ত মাংসের প্রাণ! তাই, তাঁদেরও আর পাঁচজনের মতই রয়েছে নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস। যে কারণে, অপারেশনের আগে তাঁরাও শরণাপন্ন হন সেই সর্বশক্তিমানের কাছেই!

সম্প্রতি ঠিক সেইরকমই একটি ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে। আর যা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়েছে সকলের। এমনিতেই নেটমাধ্যমে প্রতিদিন এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা গেঁথে যায় মানুষের মনে। এই ভিডিওটিও যে সেই তালিকায় রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, অপারেশন থিয়েটারের ভেতরে অপারেশন শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে গভীর বিশ্বাস এবং নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে অপারেশন সম্পন্নের জন্য মন্ত্রোচ্চারণ করছেন উপস্থিত চিকিৎসক এবং নার্সেরা। সকলে সমবেত হয়ে এই মন্ত্রোচ্চারণে অংশগ্রহণ করেছেন তাঁরা। করজোড়ে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এমনকি, অস্ত্রোপচারে ব্যবহৃত সমস্ত উপকরণগুলিও দেখা যায় ভিডিওটিতে।

এদিকে, চিকিৎসক এবং নার্সের এই ভিডিওটি দেখে সকলেই আবেগাপ্লুত হয়েছেন। ঈশ্বরের প্রতি সকলের অমোঘ আকর্ষণ সত্যিই অনন্য করে তুলেছে ভিডিওটিকে। প্রতি মুহূর্তেই নেটমাধ্যমে দর্শকসংখ্যা বাড়ছে ভিডিওটির। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে শেয়ারের সংখ্যাও।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর