কচ্ছপ আর কুকুরের ফুটবল ম্যাচ, কে জিতল!  তুমুল ভাইরাল মিষ্টি ভিডিও

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও: প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলি কখনো মজার হয়, কখনো বা ভাবিয়ে তোলে। মানুষের মত আচরণ করে পশুপাখিরা মানুষকে বরাবরই আনন্দ দেয়, ভাইরালও হয়ে যায় সেই সব কীর্তিকলাপ। সম্প্রতি কচ্ছপ ও কুকুরের এমন এক মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে মোহিত হয়েছে নেট দুনিয়া।

PicsArt 09 10 03.45.44

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি কচ্ছপকে কুকুরের সাথে ফুটবল খেলতে। ক্লিপটির শুরুতেই কচ্ছপ তার মাথা দিয়ে ফুটবল ঠেলে দিয়ে খেলা শুরু করে, উত্তেজিত কুকুরটির চারপাশে লাফাতে থাকে। তবে কয়েক মুহুর্তের মধ্যেই কুকুরটি বলটি পায়, এটি খেলতে শুরু করে এবং কচ্ছপটি তার চারপাশে ঘুরে বেড়ায়।

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই ১ লাখ ৪৩ হাজার নেটিজেন দেখে ফেলেছে।  বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা।  এক নেটিজেন মন্তব্য করেছেন  “এটি আমার দেখা  দ্রুততম  কচ্ছপ ,”

https://twitter.com/cctv_idiots/status/1303608430670864384?s=19

কিছুদিন আগেই,  দুই ইঁদুরের বাস্কেটবল প্রতিযোগিতার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,  একটি ছোট্ট বাস্কেটবল কোর্ট। যার দুদিকে দুটি ক্ষুদ্র ক্ষুদ্র বাস্কেট। দুটি ইঁদুর সেই দুই বাস্কেটে বল ঢোকানোর প্রতিযোগিতায় মেতেছে। খেলাকে আরো আকর্ষণীয় করতে কোর্টের মাঝে রাখা হয়েছে একটি বাধা। যেটাকে টপকে যেতে হবে ইঁদুরদের।

বাস্কেটবল প্রতিযোগিতায় দুই ইঁদুরের চরম টক্কর দেখা যায় ভিডিওটিতে। কেউ কাউকে একটুও জমি ছেড়ে দিতে নারাজ। সঠিক বাস্কেটে বল ফেলতে পারলেই মিলছে এক টুকরো খাবার। তবে সম্পূর্ণ ভিডিওটিতে বার বার নজর কাড়বে সাদা ইঁদুরটি৷ মনোসংযোগের সাথে বারবার সঠিক বাস্কেটে বল ফেলেছে সে। তবে কালো ইঁদুর বার বার মনোযোগ হারিয়েছে। কখনো সে কোর্ট ছেড়ে ছুটে গেছে ট্রেনারের দিকে কখনো বা ভুল বাস্কেটে বল গলিয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় ৪ মিলিয়ন নেট জনতার পছন্দ হয়েছে ইঁদুরদের এই বাস্কেট বল প্রতযোগিতা। প্রায় ৭ হাজার নেট জনতা নিজেদের মন্তব্য জানিয়েছেন সামাজিক মাধ্যমে। দেখে ফেলেছেন প্রায় ৫ মিলিয়ন নেটাগরিক। আপনিও দেখে নিন এই ভাইরাল ভিডিও

https://www.facebook.com/RatTrixs/videos/740203900097255/?extid=h2RkV06d73OZtBxM&d=null&vh=e


সম্পর্কিত খবর