হেলমেট-মাস্ক-চশমা পরে নিজেই স্কুটিতে চড়ছে কুকুর! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

বাংলা হান্ট ডেস্ক: বাইক চালানোর ক্ষেত্রে আরোহীরা সাধারণত হেলমেট এবং সানগ্লাস পরে থাকেন। যদিও, করোনার মত ভয়াবহ মহামারীর পরে সেই তালিকায় জুড়েছে মাস্কও। তাই, বর্তমানে হেলমেট-মাস্ক-সানগ্লাস পরেই বাইক আরোহীদের আমরা দেখতে পাই। কিন্তু, কোনো পোষ্য কুকুরকে কি কখনও এই সাজে আপনি দেখেছেন?

নিশ্চয়ই না! তবে এবারে দেখতে পাবেন। হ্যাঁ, অদ্ভুত শুনতে মনে হলেও এটাই কিন্ত সত্যি। এক্কেবারে স্বাস্থ্য সচেতন একটি কুকুরের ঠিক এইরকমই একটি ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমের দৌলতে। আর তার পর থেকেই হাসির রোল উঠেছে নেটদুনিয়া জুড়ে। শুধু তাই নয়, ঝড়ের গতিতে ভাইরালও হচ্ছে এই অবাক করা ভিডিও।

উল্লেখ্য যে, বর্তমান সময়ে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া মানেই এক মনোরঞ্জনের জায়গা। পাশাপাশি, সেখানে লক্ষ্য করা যায় হাজার হাজার ভাইরাল ভিডিওর সমাবেশও। যার মধ্যে বিভিন্ন কন্টেন্টের ভিডিও থাকলেও সাধারণত বাড়ির পোষ্যদের কার্যকলাপ সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পছন্দ করেন সকলেই। যে কারণে এই সংক্রান্ত কোনো নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে এলেই তা দ্রুতবেগে ভাইরাল হওয়ার মাধ্যমে পৌঁছে যায় সকলের কাছে। বর্তমান ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, মাথায় হেলমেট, চোখে সানগ্লাস, সর্বোপরি মুখে মাস্ক পরে অবলীলায় স্কুটির পেছনে উঠে বসেছে একটি কুকুর। আর তারপরেই কালো রঙের হেলমেট পরিহিত এক চালক চালাতে শুরু করেন স্কুটিটি। যদিও, তারপরেও চুপচাপ পেছনের সিটে বসে থাকতে দেখা যায় কুকুরটিকে। রীতিমত মানুষকে নকল করেই স্কুটির আরোহী হয়ে গিয়েছে ওই পোষ্য কুকুরটি। তবে, তার এই অদ্ভুত সাজই মন কেড়েছে নেটিজেনদের।

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে “সুপারহিট” হয়েছে নেটমাধ্যমে। সকলেই মজা পেলেও “কিউট” এই ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। মোট ৩০ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই চার লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর