‘সীমার বাইরে চলে গিয়েছিলাম’, অস্কারে চড় বিতর্ক নিয়ে প্রকাশ‍্যে ক্ষমা চাইলেন উইল স্মিথ

বাংলাহান্ট ডেস্ক: অস্কারের (Oscars) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার জন‍্য প্রকাশ‍্যে ক্ষমা চাইলেন হলিউড অভিনেতা উইল স্মিথ (Will Smith)। রবিবার ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সঞ্চালনার সময়ে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের রোগ নিয়ে রসিকতা করেন রক। এরপরেই মেজাজ হারিয়ে মঞ্চে উঠে তাঁকে চড় মেরে বসেন স্মিথ। সেই কাণ্ডের জন‍্য এবার সর্বসমক্ষে ক্ষমা প্রার্থনা করলেন অভিনেতা।

সোমবার সোশ‍্যাল মিডিয়ায় বিবৃতিতে তিনি লেখেন, ‘হিংস্রতা সেটা যেমন রূপেই হোক না কেন, বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গত রাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার ব‍্যবহার অগ্রহণযোগ‍্য এবং অমার্জনীয় ছিল। মজা করাটা কাজের মধ‍্যে পড়ে, কিন্তু জাডার রোগ নিয়ে রসিকতাটা আমার সহ‍্য করতে পারিনি আর আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি।’

IMG 20220328 122238
এরপর তিনি লেখেন, ‘আমি সর্বসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমার বাইরে চলে গিয়েছিলাম আর ভুল করেছি। আমি লজ্জিত, আমার এই ব‍্যবহার ইঙ্গিত দেয় না কেমন মানুষ আমি হতে চাই। এই ভালবাসা ও উদারতার বিশ্বে হিংস্রতার কোনো জায়গা নেই।’

ক্রিস রকের পাশাপাশি অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, উপস্থিত অতিথি এবং গোটা বিশ্বের দর্শকদের কাছেও ক্ষমা চেয়েছেন অভিনেতা। তাঁর ওই আচরণে অনুষ্ঠান যে কালিমালিপ্ত হয়েছে সেটা উপলব্ধি করেছেন স্মিথ।

https://www.instagram.com/p/CbqmaY1p7Pz/?utm_medium=copy_link

প্রসঙ্গত, উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। তাই তাঁর চুল একেবারেই ছোট করে ছাঁটা। এদিন অস্কারের মঞ্চে সঞ্চালক ওই প্রসঙ্গ টেনেই বলেন, জি আই জেন ছবিতেও ডেমি মুর এমনি ছোট করে চুল কেটে রেখেছিলেন। তাই যদি জি আই জেনের সিক‍্যুয়েল আসে তবে জাডাই অভিনয় করবেন।

বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল দর্শকদের। সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে ক্রিসকে ঠাঁটিয়ে একটা চড় কষান স্মিথ। আসনে ফিরে এসে চিৎকার করে বলেন, “নিজের নোংরা মুখে আমার স্ত্রীর নাম উচ্চারণ করবে না!” পরে সেরা অভিনেতার পুরস্কার নিতে উঠে স্মিথ বলেন, ভালবাসা মানুষকে দিয়ে অনেক পাগলামি করায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর