মাতৃ স্নেহ, বিড়ালছানার খিদে মেটাতে দুধ খাওয়াল কুকুর! মন ছুঁয়ে যাওয়া ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই ভাইরাল হয় হাজার হাজার ভিডিও। যেগুলির “কন্টেন্ট”-ও থাকে ভিন্ন ভিন্ন। বিশ্বের প্রতিটি প্রান্তে ঘটে চলা অবিশ্বাস্য সব ঘটনা ওই ভিডিওগুলির মাধ্যমে খুব সহজেই সামনে আসে সবার। কিছু কিছু ভিডিও যেমন বেশ মজাদার হয় আবার কিছু ভিডিও দেখে আবেগে ভাসেন নেটিজেনরা।

নেটমাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয় বিভিন্ন রকম প্রাণীদের ভিডিও। তাদের অকৃত্রিম আচার-আচরণ দেখে অবাক হন সকলেই। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা।

কুকুর বিড়ালের শত্রুতার কথা কারও অজানা নয়। তাদের চিরকালীন এই শত্রুতা নিয়ে বিভিন্ন মজার মজার ঘটনাও প্রচলিত রয়েছে। কিন্তু সমস্ত শত্রুতা ভেঙে এবারে যেন এক আলাদাই ছবি ফুটে উঠেছে ভাইরাল এই ভিডিওটিতে। প্রকৃতির নিয়ম ভেঙে বিড়ালছানাকে মাতৃস্নেহে বড়ো করে তুলছে এক কুকুর।

শুধু তাই নয়, বিড়ালছানার খিদে মেটাতে নিজের দুধও ভালোবেসে খাওয়াতে দেখা যায় কুকুরটিকে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি কুকুর তার সন্তানদের পরম স্নেহে এবং যত্নে মাতৃদুগ্ধ পান করাচ্ছে। ঠিক সে সময় সেখানে উপস্থিত হয় এক বিড়ালছানা। সাধারণত বিড়ালকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে কুকুরেরা। কিন্তু, এখানে সমস্ত বাধা দূর করে বড় হয়ে উঠেছে মাতৃত্বই!

কুকুরটি তার সন্তানদের সঙ্গে বিড়ালটিকেও পরম আদরে মাতৃদুগ্ধ পান করাতে থাকে। একটি কুকুরের এমন অসাধারণ মাতৃত্ব সকলকে মুগ্ধ করে দিয়েছে। সন্তানের প্রতি স্নেহ, মমতা, ভালবাসা, প্রত্যেক প্রাণীর যে সহজাত বৈশিষ্ট্য-এ কথা যেন ফের একবার প্রমানিত হল‌ ওই ভিডিওর মাধ্যমে।

আর বিড়ালছানাটিও খিদা নিবারণের জন্য স্বাগ্রহে কুকুরের দুধ পান করে চলে। এদিকে, নেটমাধ্যমে তোলপাড় করা এই ভিডিওটিকে তুমুল ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। পাশাপাশি, প্রতিক্রিয়াও দিতে দেখা যায় তাঁদের। যেখানে মানুষই কখনও কখনও নিজেদের সন্তানকে অবহেলা করে দূরে সরিয়ে দেয় সেখানে একটি অবলা প্রাণী যেভাবে নিজের সন্তান ছাড়াও অন্য আরেকটি সন্তানকে কাছে টেনে নিয়েছে তা দেখে সকলেই আবেগাপ্লুত হয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর