মনের সুখে গাধা পেটাচ্ছিল ব্যক্তি, তারপর আজীবন মনে রাখার মতো শিক্ষা দিল সেই অবলা প্রাণী! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পোষ্য আমাদের কাছে খুবই প্রিয়। তাদের ভালো রাখা, যত্ন করার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের উপর। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পোষ্যকে প্রাণী সমাজে ফেলেন না। তাদের কাছে তারা হলো একটি যন্ত্র মাত্র।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি গাধাকে হাত দিয়ে ধরে রেখেছেন তার মালিক। এর পরই দেখা গেল গাধাটিকে বেশ কয়েকবার লাথি মারলেন তিনি। রাগ না কমায় বেশ কয়েকবার চড় থাপ্পড় মারতেও দেখা গেল মালিককে।

এত লাথি, চড় খাওয়ার পরও চুপ করেছিল গাধাটি। কিন্তু তার মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা হয়তো বুঝতে পারেননি তার মালিক। তাই মনের সুখে পোষ্য গাধাটিকে মারার পর তার ওপর চড়ে বসেন তিনি। এরপরই গাধার তরফ থেকে শুরু হয় পাল্টা হামলা। গাধাটি মালিকের পা কামড়ে ধরে। তারপর তীব্র যন্ত্রণায় শুরু হয় মালিকের চিৎকার। কিন্তু তারপরেও গাধাটি তার পা ছাড়েনি। এরপরই গাধার পিঠ থেকে রাস্তায় পড়ে যান মালিক। ভিডিওটি এখানেই সমাপ্ত হয়।

 

View this post on Instagram

 

A post shared by Shakti Kapoor (@shaktikapoor)

অতি দ্রুত এই ভিডিওটি ভাইরাল হয় নেট মাধ্যমে। একজন মন্তব্য করছেন “গাধাটি উচিত শিক্ষা দিয়েছে।” কেউ লিখেছেন “গাধাটিকে গাধা ভাবলেও সে যে গাধা নয় তা বুঝিয়ে দিল।” একজন নেট ব্যবহারকারী আবার রসিকতার সুরে বলেছেন,”এই দুইয়ের মধ্যে আসল গাধাটা কে?”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X