বাংলাহান্ট ডেস্ক : খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর সেই খাবারে যদি থাকে চপ-সিঙারা-কচুরি বা এরকমই মুখরোচক ভাজাভুজি তাহলে তো কথাই নেই। তার জন্য যেকোনো কিছুই করতে রাজি কেউ কেউ। এরকমই খাদ্য রসিক এক ট্রেন চালকের দেখা মিলল রাজস্থানে। কচুরি খাওয়ার জন্য আস্ত ট্রেনই মাঝপথে দাঁড় করিয়ে দিলেন তিনি।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে কচুরি খাওয়ার জন্য একটি লেভেল ক্রসিং-এ গোটা ট্রেন দাঁড় করাতে দেখা যায় এক ট্রেন চালককে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় লেভেল ক্রসিং-এ দাঁড়িয়ে একাধিক গাড়ি। একটি ট্রেন ঢুকছে তখন সেই লাইনে। সবাইকে অবাক করে কচুরির প্যাকেট হাতে রেল লাইনের মাঝখানেই দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি।
ওই ব্যক্তির এহেন কাজ দেখে মৃদু গুঞ্জনও শুরু হয় জনতার মধ্যে। কিন্তু চমকের সেই শুরু। লেভেল ক্রসিং-এ সেই ব্যাক্তির একেবারে কাছাকাছি এসে থেমে যায় আস্ত ট্রেন। এরপর ইঞ্জিন থেকে ঝুঁকে পড়ে ওই ব্যাক্তির কাছে থেকে কচুরির প্যাকেটটি নিয়ে নেন ট্রেন চালক। তারপরেই আবার চলতে শুরু করে ট্রেন।
স্যোশাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় চালককে। ওই কান্ডের ফলে রাস্তায় থাকা গাড়িগুলিকে অপেক্ষা করতে হয় আরও খানিক সময়। এই সময়েই রাস্তায় থাকা কোনো এক ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও করে তা পোস্ট করেন স্যোশাল মিডিয়ায়। শেষমেষ অবশ্য মধুরেণ সমাপয়েৎ হয়নি চালক এবং কচুরির ‘লাভ স্টোরির’। ঘটনাটি জানাজানি হওয়ার পরই চালক, স্টেশন সুপারিনটেনডেন্ট সহ ৫ জনকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। চালকের এহেন দায়িত্বজ্ঞানহীন ব্যবহারে রেলের সুরক্ষা এবং সময়সূচি নিয়ে উঠছে প্রশ্ন।