ট্রেডমিলে শরীরচর্চা করছে হাঁস! ভাইরাল ভিডিও দেখে ভালোবাসায় ভরালেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: কাজের ফাঁকেই হোক কিংবা অবসর সময়ে বর্তমান যুগে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি দেখতে পছন্দ করে। কমেডি, নাচ-গানের মত বিভিন্ন কন্টেন্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও নেটিজেনদের অনেকেই দেখতে পছন্দ করেন পশু-পাখিদের ভাইরাল হওয়া ভিডিওগুলি।

অকৃত্রিম এই ভিডিওগুলি খুব সহজেই মন জয় করে নেয় সকলের। সম্প্রতি ঠিক এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে একটি হাঁসকে অত্যন্ত মনোযোগের সাথে শরীরচর্চা করতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই “ফিটনেস ফ্রিক” হাঁসের এমন ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এমনিতেই হাঁসকে সাধারণত জলাভূমি, পুকুর বা হ্রদের মত জলাশয়গুলিতে দেখা যায়।

কিন্তু, সেই হাঁসকেই ট্রেডমিলে হাঁটতে দেখে স্বাভাবিকভাবেই চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, হাঁসটি একটি চলমান ট্রেডমিলের কাছে দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে তার উপরে উঠে হাঁটতে শুরু করেছে।

মোট ১৪ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা খুব পছন্দ করছেন। পাশাপাশি হাঁসটিকে “ফিটনেস ফ্রিক”ও বলেছেন নেটিজেনরা। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওটি ঠিক কোথাকার তা এখনও জানা যায়নি। তবে, ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি নেটিজেনরা। পাশাপাশি এই ভিডিওটিকে অত্যন্ত “কিউট” আখ্যা দিয়েছেন তাঁরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর