চালানের ভয়ে মাথায় হেলমেট পরলেন ঠেলা গাড়ি ওয়ালা! ভাইরাল ভিডিও দেখে আটকাতে পারবেন না হাসি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হেলমেট নিয়ে মধ্যপ্রদেশে একটি সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে, যার কারণে বিভিন্ন জায়গায় হেলমেট পরে থাকার বিষয়টিও পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে বাইক চালানোর সময় হেলমেট পরার পরামর্শও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কিছু জায়গায় হেলমেট না থাকার অভিযোগে চালানও কাটা হচ্ছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে ঠেলা গাড়ি সহযোগে সবজি বিক্রেতাকে হেলমেট পরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি এখন মানুষের মনকে খুশি করার পাশাপাশি সচেতনও করছে। ভিডিওটি শেয়ার করেছেন সুবেদার ভাগবত প্রসাদ পান্ডে। তিনি এই ভিডিওটির সাথে ক্যাপশন লিখেছেন, “ভয় পাবেন না, সচেতনতা দরকার।”

আসলে, শনিবার সিধি জেলার কালেক্টরেটের কাছে পুলিশ চেকিং চলছিল। যাদের হেলমেট নেই তাদের বিরুদ্ধে চালানও কাটা হচ্ছিল। এমন সময় হেলমেট পরা এক সবজি বিক্রেতাকে তার ঠেলা গাড়ি নিয়ে পাশ দিয়ে যেতে দেখেন পুলিশ কর্মীরা। হেলমেট পরা সবজি বিক্রেতাকে দেখে আশেপাশে মানুষজন ও পুলিশ কর্মীরা অবাক হয়ে যান।

সুবেদার ভাগবত নামের এই সবজি বিক্রেতার ভিডিও করতে শুরু করেন। দ্রুত এই ভিডিওটিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা সবজি বিক্রেতাকে হেলমেট পরার কারণ জিজ্ঞেস করছেন, যার জবাব দিচ্ছেন তিনি।

তিনি বলেন,চেকিং চলছে, তাই তিনি এটি পরেছেন। হেলমেট না পরা লোকজনকে আটকানো হচ্ছে। আমি ভেবেছিলাম পুলিশ আমাকেও বাধা দেবে। তার পর আমিও হেলমেট পরলাম। পুলিশ অফিসার তাকে এরপর বুঝিতে বলেন যে তার হেলমেট ব্যবহারের কোনো দরকার নেই, যার হেলমেট তিনি নিয়েছেন তাকে যেনো ফেরত দিয়ে দেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X