মাঝ রাস্তায় গজরাজের পাল্লায় পড়ল বাস! বড় বিপদের মুখোমুখি ৫০ জন যাত্রী, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রায়শই হাতির আক্রমণের ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে সেগুলি প্রাণঘাতীও হয়ে ওঠে। তবে, এবার গজরাজের পাল্লায় পড়ে যায় আস্ত এক যাত্রীবোঝাই বাস! আর তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় যাত্রীদের। তবে, তার সাথে সাথে অবাক হয়ে যান নেটিজেনরাও। কারণ, এই পুরো ঘটনাটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

হাতি এমনই একটি প্রাণী যা কখন হিংস্র হয়ে উঠবে তা কেউই বলতে পারেনা। এমনকি, রেগে গেলে এই প্রাণী প্রায় ৪০-৪৫ কিমি বেগে দৌড়তেও পারে। স্বাভাবিকভাবেই, এহেন প্রাণী থেকে দূরে থাকতেই পছন্দ করেন সবাই। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে এগুলি নিজে থেকেই মানুষের খুব কাছে চলে আসে। আর তাতেই ঘটে বিপত্তি।

   

ঠিক সেইরকমই একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। উল্লেখ্য যে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মেই মেলে ভাইরাল হওয়া ভিডিওগুলি। তবে, সেখানে একাধিক কন্টেন্টের ভিডিও থাকলেও পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলিই দেখতে পছন্দ করেন সকলে। যার ফলে এইরকম কোনো ভিডিও নেটমাধ্যমে এলেই তা দ্রুত ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছে।

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, কেরালার মুন্নারে একটি বন্য হাতি বুধবার বিকেল নাগাদ কেএসআরটিসি (KSRTC)-র একটি বাসের খুব কাছাকাছি চলে আসে। এমনকি, বাসটির কাঁচেও শুঁড় বোলাতে থাকে হাতিটি। স্বাভাবিকভাবেই, এই ঘটনাটিতে আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা প্রায় ৫০ জন যাত্রী।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা এই হাতিকে “পদয়াপ্পা” বলে ডাকেন। মুন্নার থেকে উদুমালপেটের দিকে যাওয়ার পথেই হাতির সম্মুখীন হতে হয় বাসটিকে। যাত্রীদের রেকর্ড করা ভিডিওটিতে পুরো ঘটনাটি ধরা পড়ে। এটি পরে টুইটারে শেয়ার করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। পাশাপাশি, ওই ভয়াবহ আবহে ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি সামলে যাত্রীদের নিরাপদে সংশ্লিষ্ট স্থান থেকে নিয়ে আসার জন্য বাসের চালককে “Mr. Cool” বলেও অভিহিত করেন তিনি।

এদিকে, জানা গিয়েছে যে, গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা যেখানে একই হাতি রাস্তায় গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। ওই ঘটনার আগে, পদয়াপ্পা একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে, রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে বলে জানা গিয়েছে। এদিকে, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে পালা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা। পাশাপাশি, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর