বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ক্ষমতায় এসেই ভারতকে স্বচ্ছ করার দিকে নজর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। মানুষ ছাড়িয়ে সেই স্বচ্ছতার পাঠে উদ্বুদ্ধ মনুষ্যেতরও। সম্প্রতি ভাইরাল ভিডিও (viral video) তে দেখা গেছে রাস্তা থেকে আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলল হাতি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি হাতি যত্রতত্র পড়ে থাকা একটি কাগজের টুকরো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলছে। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন আধিকারিক প্রবীন কাসওয়ান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই হাতিটিকে স্বচ্ছ ভারত মিশনের ম্যাসকট করা হোক’.
সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। কমেন্ট বক্স ভরে যায় হাতিটির প্রসংশার বন্যায়। অনেকেই একমত হয়েছেন যে নিয়মগুলি মেনে চলার এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখার ক্ষেত্রে প্রাণীরা মানুষের চেয়ে অনেক ভাল।
This elephant should be mascot of Swatch Bharat. A forward. pic.twitter.com/1oOeoe1MA9
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 28, 2020
সম্প্রতি কেনিয়ার শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ট্যুইটারে শেয়ার করেছে এই একরত্তি হাতির মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো। কেনিয়ার এই সংস্থাট অনাথ হস্তি শাবকদের দেখভাল করে থাকে। ভিডিয়োতে দেখা যায়, এক সদ্যোজাত হস্তিশাবক টলমল পায়ে ঘুরে বেড়াচ্ছে মায়ের পিছু পিছু।
জানা যাচ্ছে, এই শিশু হাতিটির নাম রাখা হয়েছে লাপা। ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন তার একদিনও বয়স সম্পূর্ণ হয় নি। ইথুম্বায় জন্ম নেওয়া সে ৩৭ তম শিশু। মা লিনানার কাছাকাছি সব সময়ই তাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পুরো ভিডিও জুড়ে।
https://twitter.com/SheldrickTrust/status/1297838682997694465?s=19