হাতিকে তুলে আছাড় মারতে চেয়েছিল তাঁরই সঙ্গী, সাথে সাথেই মিলল কর্মফল! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে সমগ্র বিশ্বের কোথায় কি ঘটছে তা খুব সহজেই জানতে পারি আমরা। পাশাপাশি, বর্তমানে নেটমাধ্যম মানেই সেখানে ভাইরাল হওয়া ভিডিওর ভিড় লক্ষ্য করা যায়। যে ভিডিওগুলি দেখতে পছন্দ করেন সকলেই।

এছাড়াও, কমেডি-নাচ-গানের পাশাপাশি বিভিন্ন মজাদার কন্টেন্টের ভিডিও ভাইরাল হলেও নেটিজেনদের একাংশ দেখতে পছন্দ করেন বন্য-প্রাণীদের বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিও। তাদের সহজাত চারিত্রিক বৈশিষ্ট্যের অকৃত্রিম ভিডিওগুলি নেটমাধ্যমে এলেই তা দ্রুত হারে ভাইরাল হতে থাকে।

বর্তমানেও ঠিক সেইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একদল হাতির মাঝে দু’টি বাচ্চা হাতির খুনসুটি লক্ষ্য করা গিয়েছে। আর এই ভিডিওটি ঝড় তুলেছে নেটমাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হাসি থামাতে পারবেন না কেউই!

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, সদ্য জন্মানো একটি হাতি ঠিকঠাকভাবে হাঁটতেও পারছে না। কিন্তু, তারই মাঝে দুস্টুমিতে মেতে উঠেছে সে। বহুকষ্টে একটি পাথরের ওপর হেঁটে সে আরেকটি বাচ্চা হাতির ওপর ওঠার চেষ্টা করে বিরক্ত করতে থাকে। কিন্তু, দুস্টুমির ফলও ভোগ করতে হয় তাকে।

ওঠার চেষ্টা করতেই টলমল পায়ে কার্যত চিৎপটাং হয়ে উল্টে যায় হাতিটি। আর যা দেখে মজা পেয়েছেন সকলেই। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট। ইতিমধ্যেই ভিডিওটিতে ৩১ হাজারেরও বেশি লাইক এসেছে। পাশাপাশি, এটি দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

একজন ব্যবহারকারী লিখেছেন, “কেউ কীভাবে এই প্রাণীদের ভালোবাসতে পারে না?” পাশাপাশি, অন্য একজন লিখেছেন, “আমি এই ভিডিওগুলি পছন্দ করি, খারাপ দিনেও এগুলি আমাকে হাসায়,” আরও একজন লিখেছেন, “এগুলিকে এত নির্লিপ্ত দেখতে এবং তাদের জীবন উপভোগ করা দেখতে আমি ভালবাসি।” এছাড়াও, এই ভিডিওটি যে অত্যন্ত “কিউট” তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X