জলে নেমে মানুষকে উদ্ধার হাতির; মানুষ এই ব্যবহারের যোগ্য নয়, ভাইরাল ভিডিওতে মন্তব্য নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্কঃ হাতি (elephant) নিয়ে দুটি পুরো বিপরীত মেরুর ভিডিও এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল (viral)। একটি যেখানে পাশবিক উল্লাসে বাজিভর্তি আনারস খাইয়ে গর্ভবতী হাতির মৃত্যু দেখছে মানুষ। অন্যটিতে মানুষ ডুবছে ভেবে তড়িঘড়ি জলে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করছে হস্তীশাবক। দুটি ভিডিও যেন ‘মানবিক’ ও ‘পাশবিক’ শব্দদুটির সংজ্ঞা বদলে দিয়েছে।

dee5d 091373b6 48d5 4f03 a2ad 3ef86f095a64

কেরলের মালাপ্পুরম জেলায় বাজিভর্তি আনারস খাইয়ে হত‍্যা করা হল এক গর্ভবতী হাতিকে। সেই ঘটনার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সাধারন মানুষ থেকে তারকা সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন এই পাশবিক ঘটনা দেখে। আঁকা ছবি, কার্টুন, লেখায় বারে বারে উঠে আসছে হাতিটির প্রতি মানুষের অত‍্যাচারের কথা।

https://twitter.com/AnimalsWorId/status/1268071129341661186?s=19

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়েছেন ফরেস্ট অফিসার মোহন কৃষ্ণণ। তাঁর আবেগঘন লেখাটি পড়ে চোখ ভিজেছে সকলের। মোহন লিখেছেন, “ওর মুখের ভিতর বারুদ ঠাসা অনারসটা বিস্ফোরণ হওয়ার পরেও বোধহয় ও ঠিক বুঝতে পারেনি কী হয়েছে ওর সঙ্গে। তীব্র জ্বালা যন্ত্রনায় গোটা গ্রাম ঘুরে বেরিয়েছে। কিন্তু একটা বাড়িও ভাঙেনি। কোনও লোককে আক্রমণ করেনি। ও এমনই ছিল। সহজ-সরল। সবাইকে বিশ্বাস করত। তবে নিঃসন্দেহে ও বুঝেছিল অন্তিম সময় এগিয়ে এসেছে। আর তখন নিশ্চয় সবার আগে গর্ভস্থ সন্তানের কথাই মাথায় এসেছিল ওর।”

https://twitter.com/Freelandspirit1/status/1268150297609863170?s=19

অন্য ভিডিওতে স্রোতে সাঁতার কাটতে দেখা যায় একজন মানুষকে। কিন্তু এক ক্ষুদে হস্তিশাবক ভেবে বসে মানুষটি ডুবে যাচ্ছে। তড়িঘড়ি জলে নেমে মানুষকে উদ্ধার করতে যায় সে। পশুর এই মানব প্রেম দেখে প্রশ্ন ওঠে সত্যি এমন মানবিক ব্যবহারের যোগ্য মানুষ কিনা?

সম্পর্কিত খবর