“কমলা নৃত্য করে” গানের তালে তালে উদ্যম নাচ হাতির! ভাইরাল ভিডিওতে মাতল নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে জনপ্রিয় গানগুলির তালিকায় এক্কেবারে প্রথম সারিতে রয়েছে “কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া” গানটি। ইতিমধ্যেই একাধিক শিল্পী গলা মিলিয়েছেন এই গানে। শুধু তাই নয়, এই গানের তালে তালে পা মেলাতে দেখা গিয়েছে একাধিক সেলিব্রেটিকেও।

তবে, সোশ্যাল মিডিয়ার এই যুগে রীতিমতো ট্রেন্ডিংয়ে ছিল এই গান। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম সবক্ষেত্রেই দেখা যায় এই গানের দাপট। সাধারণ মানুষ থেকে শুরু করে নামজাদা তারকা প্রত্যেকেই কোমর দুলিয়েছেন এই গানে। যাদের ভিডিও ইতিমধ্যেই হয়েছে ভাইরালও!

তবে, শুধুমাত্র যে মনুষ্যজাতিই এই গানে তাল মিলিয়েছে তা কিন্তু নয়। বরং, এর সুরের মূর্ছনায় মজেছে সকলেই। সম্প্রতি একটি হাতিকেও এই গানের তালে তালে নাচতে দেখা যায়। শুধু তাই নয়, ওই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়ে যায় নেটমাধ্যমে। যা দেখে হাতিটির ওই নাচের ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি হাতির দলকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় চলতে চলতেই সুসজ্জিত অবস্থাতে একটি হাতি নাচতে থাকে তালে তালে। পাশাপাশি, তাদের প্রশিক্ষকদেরও দেখা যায় ওই ভিডিওটিতে। মাথা নাড়ানোর পাশাপাশি শুঁড় উঁচিয়ে হাতিটি যেভাবে নাচ করেছে তা দেখে অবাকও হয়েছেন সকলে।

পাশাপাশি, ভাইরাল হওয়া ওই ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। একটি হাতির এমন নাচ দেখে প্রতিক্রিয়াও জানাতে দেখা যায় তাঁদের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর