নিজের মাথায় ছাদ নেই, তবুও পথকুকুরদের আশ্রয় দিচ্ছেন তিনি! ভাইরাল ভিডিও ছুঁয়ে যাবে মন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যখন চারিদিকে যুদ্ধ, হানাহানি এবং বিভিন্ন হিংসাত্মক ঘটনার প্রসঙ্গে মানুষের মানবিকতা নিয়ে বারংবার প্রশ্ন ওঠে ঠিক সেই আবহেই এমন কিছু ঘটনা সামনে আসে যা কার্যত নতুন করে ভাবতে শেখায় সবাইকে। পাশাপাশি মনের মধ্যে অনুরণিত হয় স্বামী বিবেকানন্দের সেই অমোঘ বাণী, “জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর”। অর্থাৎ, জীবকুলের রক্ষার মাধ্যমেই যে “শিবসেবা” সম্ভব সেই সত্যিই যেন বারংবার ফুটে ওঠে।

সম্প্রতি ঠিক সেইরকমই এক দৃশ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, নেটিজেনদের ভালোবাসায় সেই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছে সকলের কাছে। যেখানে দেখা গিয়েছে এক সহায়সম্বলহীন মানুষের অকৃত্রিম ভালোবাসার মন ভালো করা দৃশ্য। নিজে ঠান্ডায় থেকেও পথকুকুরদের কাছে কার্যত “আশ্রয়” হয়ে দাঁড়িয়েছেন তিনি। আর যা দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটাগরিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কাজের ফাঁক হোক কিংবা ছোট্ট অবসর, প্রতিটি ক্ষেত্রেই সময় পেলে আমরা চোখ রাখি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। যেখানে প্রতিমুহূর্তের খবরের আপডেটের পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন ভাইরাল ভিডিওর ভিড়। আর সেই সব ভিডিওগুলির মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যেখানে ফুটে ওঠে মানুষের সাথে অন্যান্য জীবেদের অকৃত্রিম সব ভালোবাসার ছবি। পাশাপাশি সেগুলি দেখতে ভালোবাসেন সকলেই। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন বৃদ্ধ রাস্তার পাশেই তাঁর খোলা আকাশের নিচে আস্তানাতে লেপ মুড়ি দিয়ে বসে রয়েছেন। পাশাপাশি, তাঁর পরনে একটি জ্যাকেটও রয়েছে। যা দেখে স্পষ্ট যে শীতকালেই এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি নিজে ঠান্ডাতে বসে থাকলেও তাঁর লেপের ভিতরে কিন্তু গুটিসুটি মেরে রয়েছে দু’টি কুকুর। যেগুলিকে পরম আদরে তাঁর কাছে আশ্রয় দিয়েছেন তিনি।

আর এভাবেই হাসিমুখে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তাদের আশ্রয়দাতা হয়ে উঠেছেন ওই বৃদ্ধ। পাশাপাশি ভিডিওটিতে একজনের কাছ থেকে সাহায্য নিতেও দেখা যায় তাঁকে। এদিকে এই ভিডিওটিই বর্তমানে তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। নিজে সহায়সম্বলহীন হয়েও ওই কুকুরগুলি যাতে ঠান্ডায় কষ্ট না পায় তার ব্যবস্থা করেছেন তিনি। আর এই দৃশ্যই চোখে জল এনেছে নেটিজেনদের।

ইতিমধ্যেই ফেসবুকে প্রকাশিত হয়েছে ভিডিওটি। যেটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শক সংখ্যা এবং লাইক। প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এছাড়াও, এই মন ভালো করা ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “উনি মন থেকে সবার চেয়ে ধনী।” পাশাপাশি, আরেকজন লিখেছেন, “ওনাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর