বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : করোনা পরিস্থিতিতে দেশজুড়ে যখন হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে, তখন ভাইরাল (viral) হল এমন এক ভিডিও (video) যা আপনাকে নতুন করে লড়াইয়ের অনুপ্রেরণা জোগাবে৷
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই এই মুহুর্তে রয়েছেন হাসপাতালে বা কোয়ারেন্টাইন সেন্টারে, বলা বাহুল্য তাদের মানসিক পরিস্থিতি খুবই খারাপ। একটু একটু করে মানসিক অবসাদের গভীর খাদের দিকে এগিয়ে যাচ্ছেন অনেকেই। কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে নতুন ছন্দে জীবনের ট্র্যাকে ফেরার বার্তা দিল গোটা পরিবার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোটা পরিবারের সকলে একসাথে নাচছে জনপ্রিয় হিন্দি গানে। যার কথার মানে, চিন্তা করে লাভ নেই এই মুহুর্তকে প্রাণভরে বাঁচো। অনুরাগ দুয়ারির এই ভিডিওটি পোস্ট করতেই তুমুল ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও
In Katni, family celebrates successfully defeating #COVID19India infection by dancing to tunes of a Bollywood song, before being discharged @ndtvindia @ndtv @GargiRawat @ShonakshiC #Corona #covid pic.twitter.com/Yzs3B1AFgd
— Anurag Dwary (@Anurag_Dwary) August 18, 2020
এর আগে, মুখে মাস্ক, হাতে ক্রিকেট (cricket) ব্যাট; কোয়ারেন্টাইন সেন্টারকেই ২২ গজের ময়দান বানিয়ে ফেলেছেন একদল যুবক। জীবনকে এমন ভাবে উপভোগ করতে দেখে তাজ্জব নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল এই ভিডিও আরেকবার প্রমান করে দিল, ইচ্ছে থাকলে উপায় হয়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টারে কোনোভাবে জোগাড় করা হয়েছে ব্যাট বল, চেয়ারকে উইকেট বানিয়ে পুরোদমে চলছে খেলা। উত্তেজনায় ভরপুর এই খেলা অবশ্য দর্শকহীন নয়। দর্শকরা সামাজিক দূরত্ব মেনে নিজের নিজের বেড থেকেই খেলা দেখছে।
https://twitter.com/OmarAbdullah/status/1270569385183379458?s=19