মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে দশ কিলোমিটার হাঁটলো বাবা! ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

বাংলা হান্ট ডেস্কঃ  সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওটিকে ঘিরে ছত্রিশগড় রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কি এমন রয়েছে সেই ভাইরাল ভিডিওটিতে, চলুন দেখে নেওয়া যাক।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে এক ব্যক্তি তার ছোট্ট মেয়ের শবদেহকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। স্বভাবতই, এমন এক দৃশ্য দেখার পর সেখানকার মানুষদের মধ্যে হইচই পড়ে যায়। বাচ্চার মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার কারণ কি, এই ভেবে অনেকেই অবাক হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরবর্তীকালে জানা যায় যে, সময়মত অ্যাম্বুলেন্স না আসার জন্যই ব্যক্তিটি এ কাণ্ড ঘটিয়েছে। এবং এরপর মানুষজন স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তুলেছে।

এরপর আসরে নামেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী TS Singh Deo। ব্যাপারটি সামনে আসতেই তিনি মুখ্য চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং এ ব্যাপারে সমস্ত তথ্য জানতে চান। এরপর তিনি এক বিবৃতিতে বলেন, “ভিডিওয় যে ঘটনাটি দেখা যাচ্ছে, তা অত্যন্ত খারাপ। যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তদন্ত চালাচ্ছি এবং এহেন ঘটনা পুনরায় আর ঘটবে না।” তবে এরপরও মানুষের মধ্যে ক্ষোভ জন্মাতে থাকে।

পরবর্তীকালে জানা যায়, ছত্রিশগড়ের লক্ষণপুর নামক গ্রামের এক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে নিজের মেয়ের শরীর অসুস্থ হলে তাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যায় তার পিতা। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন যে, সেখানে পৌঁছানোর পর মেয়েটির শরীরের অত্যন্ত অবনতি ঘটে এবং তার অক্সিজেনের মাত্রা 60 এর নিচে পৌঁছায়। ফলে তারা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে দেয় কিন্তু এরপরেও মেয়েটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এরপর সেখানকার চিকিৎসকরা শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠাবেন বলে জানায়।

এরপরই ঘটে বিপত্তি। অ্যাম্বুলেন্স দেরি করে পৌঁছানোর ফলে ব্যক্তিটি সেখান থেকে তার শিশুর দেহ নিয়ে বাড়ির দিকে রওনা দেয় যার দূরত্ব ছিলো প্রায় দশ কিলোমিটার। এবং রাস্তার মধ্যে দিয়ে কাঁধে করে নিয়ে যেতে থাকে মেয়ের শবদেহ । এর ফলে স্বভাবতই ছত্রিশগড়ের স্বাস্থ্য ব্যবস্থার উপর লোকে যে একাধিক প্রশ্ন তুলেছে তা অনস্বীকার্য।


Sayan Das

সম্পর্কিত খবর