বাংলা হান্ট ডেস্ক: যত কান্ড পাকিস্তানে! এমনিতেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে আছে। পাশাপাশি, ইমরান খানকে সরিয়ে বর্তমানে পাকিস্তানের মসনদে বসেছেন শাহবাজ শরীফ। কিন্তু, তাও সেখানে একাধিক রাজনৈতিক বিক্ষোভের প্রসঙ্গ ক্রমশ সামনে আসছে। পাশাপাশি, সেই সব ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে।
আর এগুলি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্বে এলেও পাকিস্তানের রাজনৈতিক অবস্থা এখনও রয়েছে পূর্বের পরিস্থিতিতেই। দিন কয়েক আগেই একজন পাকিস্তানি সাংসদের একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে তিনি সংসদে শাহবাজ শরীফ এবং তাঁর সহযোগীদের “ভিক্ষুক” বলে কটূক্তি করেছিলেন। যে দেখে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে।
তবে, সম্প্রতি আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থকরা নিজেদের মধ্যেই প্রবল মারামারিতে লিপ্ত হয়েছেন। আর এই দৃশ্যের ভিডিওটিই তুমুল গতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে।
ভিডিওটি সামনে আসার পর পাকিস্তানের মানুষরাই ওই সমর্থকদের তীব্র সমালোচনা করেছেন। এমনকি তাঁদের “নির্লজ্জ”-ও বলেছেন কেউ কেউ। ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, মূলত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সমর্থকরা কোনো একটি বিষয়ে বিবাদের পরেই নিজেদের মধ্যে প্রবল মারামারি করছেন। এমনকি, একটা সময়ে কিল-চড়-ঘুঁষিও চলতে থাকে সেখানে।
افطاری کرتے ہوئے آوازیں کسنے اور بدتمیزی کرنے پر مصطفی نواز کھوکھر اور نور عالم غصے میں آگئے،،
یہ ہم لوگوں کو کیا سکھا رہے ہیں؟؟ pic.twitter.com/W9SrPbYG6A— Waseem Abbasi (@Wabbasi007) April 12, 2022
এদিকে, পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার পার্টিতে যেভাবে সে দেশের উভয় পক্ষের সমর্থকরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, তাতে অবাক হয়েছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। ইতিমধ্যেই ভিডিওটি সাংবাদিক ওয়াসিম আব্বাসি তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। মোট ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।