ব্রিজের উপর দাউদাউ করে জ্বলছে ট্রেন, প্রাণ বাঁচাতে নদীতে মরণ ঝাঁপ যাত্রীদের! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : মনের আনন্দে ট্রেনে চেপেছিলেন। কিন্তু আনন্দের মুহূর্ত যে হঠাৎ করে বিষাদের রূপ নেবে তা বোধহয় ভাবতে পারেননি যাত্রীদের কেউই। ট্রেনে দুলুনির সঙ্গে সঙ্গে বাইরে প্রাকৃতিক পরিবেশের দিকে চোখ রাখলেও যাত্রীদের নাকে হঠাৎ এসেছিল পোড়া পোড়া গন্ধ। তারপর খোঁজ খোঁজ রব উঠতেই এক যাত্রীর চোখে পড়ে হাড়হিম করা দৃশ্য। তিনি ‘আগুন লেগেছে’ বলে চেঁচিয়ে উঠতেই ট্রেনের মধ্যে হইহই পড়ে যায়। প্রাণভয়ে ট্রেনের কামরাতেই দৌড়াদৌড়ি করতে শুরু করেন অন্যযাত্রীরাও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আমেরিকার ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপর এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । সেতুর ওপর ট্রেন জ্বলতে শুরু করলেই জানলা ভেঙে নদীতে ঝাঁপ দেন এক মহিলা যাত্রী। তার দেখাদেখি অন্য যাত্রীরাও জানলা ভাঙতে শুরু করেন। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটির (এমবিটিএ) তরফে জানানো হয়েছে যে, সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের সামনের দিকের কামরায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

   

সূত্রের খবর, আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর রেলসেতুতে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ট্রেনে ২০০ জন যাত্রী ছিলেন। এমবিটিএ-র কর্মীরা তড়িঘড়ি সেখানে ছুটে গিয়ে যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে আনেন। অন্যদিকে এই ঘটনা জেরে কেউ জখম হয়নি বলেই জানা গিয়েছে।

এমবিটিএ-র জেনারেল ম্যানেজার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও ধাতব পাত থার্ড রেলের সঙ্গে ওই কামরার সংস্পর্শে আসে। আর সেই কারণেই আগুন লেগে যায় বলেই অনুমান। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর