viral video : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। অনেক সময় সেই ছবি বা ভিডিওগুলি তুমুল জনপ্রিয় বা ভাইরাল হয়ে যায়। এই ছবি বা ভিডিও গুলির অনেকগুলিই আবার পশু পাখির। নানান কীর্তি কলাপের ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। সম্প্রতি দুই পড়শি মাছের জমি নিয়ে ঝগড়ার ভাইরাল ভিডিও সামনে এসেছে।

পড়শি মানে সব সময়ই আত্মীয়দেরও আগে। বিপদে আপদে সবার আগে ছুটে আসে প্রতিবেশীরাই। তবে যতই সুসম্পর্ক থাকুক দুই পড়শির মধ্যে মন কষাকষি হয়নি এমন কিন্তু পাওয়াই যাবে না। জমি জমার মতো বড় বিষয় হোক বা তুচ্ছ কোনো ঘটনা মাঝে মধ্যেই পড়শিদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। শুধু মানুষ কেন মনুষ্যেতরদের মধ্যেও যে এই ঘটনা ঘটে তা প্রমাণ করল এক ভাইরাল ভিডিও।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দুটি মাছের গর্ত। কোনো এক অজানা বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল কোন্দল চলছে। একে অপরের বাড়িতে ছড়িয়ে দিয়ে আসছে বালি। মুখে করে বালি নিয়ে ছড়িয়ে দিয়ে আসছে প্রতিবেশীর মুখ ও বাড়িতে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, প্রতিবেশিদের নিয়ে সমস্যা সবসময়েই রয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে ৪৬ হাজারের বেশি নেটাগরিক। ভিডিওতে দুই মাছের কীর্তি দেখে হেসে গড়িয়ে পড়ছেন তারা।
.. but we can't wish away our neighbours 😂 pic.twitter.com/gccNjdExH0
— M V Rao @ Public Service (@mvraoforindia) November 21, 2020