বাংলাহান্ট ডেস্ক : বিরিয়ানি মানেই খাদ্যরসিকদের জিভে জল, মুখে হাসি। কিন্তু, সেই বিরিয়ানি হারিয়ে যদি জলে ডুবে যায় তাহলে কী আর তা মানা যায়? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে হায়দ্রাবাদের তেমনই একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে দোকানের বাইরে রাখা বিরিয়ানির হাঁড়ি হঠাৎ সাঁতার চলে যাচ্ছে। হাঁড়িকে জলের তোড়ে চলে যেতে দেখে হোটেল মালিক তাকে থামানোর অনেক চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সেটি অনেক দূর চলে গেছে। হোটেলে বসে থাকা খদ্দেররাও বিরিয়ানি হাঁড়ি দেখতে থাকেন যেটি একা একাই সাঁতরে চলে যাচ্ছে।
উপরে উল্লেখিত বিষয়গুলো পড়ার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে, বিরিয়ানির হাঁড়ি কি নিজে থেকে ভেসে যায় কখনো? কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয়েছে তাতে যা দেখা হচ্ছে তা একই রকমের ইঙ্গিত দিচ্ছে। আসলে, গত কয়েকদিনে হায়দ্রাবাদে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি এতটাই প্রবল ছিল যে রাস্তাঘাট জলে ভরে যায়। এমনকি বাড়িঘর ও দোকানপাট প্লাবিত হয়েছে। জানা যাচ্ছে হায়দরাবাদের নবাব সাহেব কুন্তা জেলা ভারী বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হায়দ্রাবাদের ‘আদিবা হোটেল’-এর বাইরের রাস্তায়ও ছিল প্রচুর জল। জল এতটাই ছিল যে হোটেলের বাইরে রাখা বিরিয়ানির হাঁড়ি ভেসে গেল তাতে। ঘটনার সাথে সম্পর্কিত একটি 13 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, যা এখন পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এতে দেখা যাচ্ছে হোটেলের বাইরে রাখা বিরিয়ানির হাঁড়ি জলেতে ভেসে যাচ্ছে।
Somebody is going to be unhappy for not getting his biryani order.#Hyderabad #HyderabadRains pic.twitter.com/OPdXsjSoKs
— Ahmad (@IbnFaraybi) July 28, 2022
বিরিয়ানি এই ভাসমান অবস্থার ভিডিওটি নেটিজেনরাও বেশ পছন্দ করছেন। এ নিয়ে মানুষজন নানান মন্তব্যও করছেন।একজন ফেসবুক ব্যবহারকারী একে “ভাসমান বিরিয়ানি” বলে বর্ণনা করেছেন। একটি মন্তব্যে বলা হয়েছে”দম বিরিয়ানি কি অ্যাসি কি তাইসি, নয়া ধামাল হ্যায় ভাসমান বিরিয়ানি।” সব মিলিয়ে অবশ্য নেট নাগরিকদের বেশি নজর কেড়েছে এই ঘটনাটি।