বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ভাইরাল (Viral) হয়ে যায় নেটমাধ্যমে। তবে, সেগুলির মধ্যে পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলিই সবাইকে আকৃষ্ট করে। মূলত, তাদের অকৃত্রিম আচরণগুলি দেখতেই ভিড় জমান নেটিজেনরা। তবে, সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা। যেখানে দেখা গিয়েছে, একটি হাতিকে কার্যত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন বনকর্মীরা। শুধু তাই নয়, তার শাবকটিকেও উদ্ধার করা হয়। সেটি একটি গর্তে পরে গিয়েছিল। এমনকি, শাবকটি ক্রমশ চিৎকার করে তার মায়ের কাছে যেতে চাইছিল।
ঘটনাটি থাইল্যান্ডের: মূলত, ভাইরাল ভিডিওতে থাকা ক্যাপশন অনুসারে জানা গিয়েছে যে, থাইল্যান্ডে ওই ঘটনাটি ঘটেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি হাতি অজ্ঞান হয়ে গিয়েছে। সেই সময়ে, বেশ কয়েকজন সেই হাতিটিকে ঘনঘন CPR দিতে থাকেন। তাঁদেরকে দেখে বনকর্মী বলেই মনে হচ্ছে। ক্রমাগত বৃষ্টির মধ্যেই তাঁরা হাতিটির প্রাণ বাঁচাতে তৎপর হয়ে ওঠেন।
হাতির শাবকটি গর্ত থেকে চিৎকার করতে থাকে: ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে যে, হাতিটির শাবক গর্তে পরে যায় এবং বারে বারে চিৎকার করতে থাকে। যদিও, সেটিকেও উদ্ধার করতে উদ্যোগী হন কর্মীরা। একটা সময়ে শাবকটি ওই গর্ত থেকে উঠে আসে। তার সারা শরীর কর্দমাক্ত ছিল। তবে, বনকর্মীরা তখনও মা হাতিটিকে CPR দিতে ব্যস্ত ছিলেন।
শেষ পর্যন্ত হাতিটির প্রাণ রক্ষা পায়: যদিও, সংশ্লিষ্ট কর্মীদের সৌজন্যে সে যাত্রায় বেঁচে যায় হাতিটি। এমনকি, ভিডিওটিতে দেখা গিয়েছে যে, শাবকটিকে সাথে নিয়েই মা হাতিটি উঠে দাঁড়িয়েছে। অর্থাৎ, রীতিমতো বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সে।
https://twitter.com/DoctorAjayita/status/1547643190421094400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1547643190421094400%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Foff-beat%2Fviral-video-of-forest-workers-saved-elephant-life-by-giving-cpr%2F1259044
চোখে জল এসে যায় মহিলা বনকর্মীর: এদিকে, ওই হাতিটির জীবন বাঁচিয়ে পরবর্তীতে শাবকের সাথে তাকে দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন এক মহিলা বনকর্মী। শুধু তাই নয়, তাঁর চোখে জলও দেখা যায়। এদিকে, এই ভিডিওটিই তুমুল ভাইরাল হতে শুরু করেছে বর্তমানে। @DoctorAjayita নামের টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। এছাড়াও, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, ওই অসহায় প্রাণীদের জীবন বাঁচানোর জন্য সংশ্লিষ্ট কর্মীদের কুর্ণিশ জানিয়েছেন সকলেই।