শান্তিপূর্ণ আন্দোলনের নামে দিল্লীতে যা ঘটেছে তা প্রজাতন্ত্র দিবসের সমস্ত মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়েছে। এই সময় কৃষক আন্দোলন সংক্রান্ত এক ভিডিও ভাইরাল হয়েছে যা অতি লজ্জাজনক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় এক দল প্রদর্শনকারী মহিলা পুলিশ কনস্টেবলকে ঘিরে ফেলেছে। মহিলা পুলিশ কনস্টেবল কোনার দিকে নিয়ে গিয়ে দুর্ব্যবহার করেছে।
একজন মহিলার পুলিশকর্মীর সাথে কিভাবে এমন অনৈতিক ব্যবহার করা যেতে পারে, অন্নদাতা নামের আড়ালে কারা কৃষকদের বদনাম করছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। প্রদর্শনকারীদের এমন অরাজকতার দরুন দিল্লী পুলিশের জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়েছে।
এক পুলিশকর্মীর উপর তরোয়াল দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বার বার শান্তি বজায় রাখার আবেদন জানানো সত্ত্বেও প্রদর্শনকারীর দল লাল কেল্লায় ঢুকে পড়ে এবং সেখানে নিশান সাহেব এর পতাকা উত্তোলন করে। যেখানে দেশের প্রধানমন্ত্রী প্রতি বছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে ঠিক সেই স্থানে প্রদর্শনকারীর দল নিজেদের পতাকা উত্তোলন করে দেয়। এই সমস্ত হিংসক প্রদর্শনের মধ্যে এও খবর আসছে যে এক কৃষক ট্রাক্টর পাল্টি খাওয়ার কারনে মারা পড়েছেন।
A group of Annadatas corner a woman cop and assault her. pic.twitter.com/1XBs44yAPR
— Raj Shekhar Jha (@rajshekharTOI) January 26, 2021
আসলে ড্রাইভার খুব তীব্রগতিতে ট্রাক্টর চালাচ্ছিল। স্পীড না কমিয়েই সে ট্রাক্টর ঘুরিয়ে দেয়। যারফলে ট্রাক্টর ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাল্টি মারে। এই দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু ঘটে। উল্লেখ্য, সীমাবর্তী বেশকিছু এলকায় পুলিশের সাথে ধাক্কা ধাক্কির পর বিরোধ প্রদর্শন হিংসক রূপ নিয়ে নেয়।