কৃষক আন্দোলন নিয়ে দেশে রাজনীতি তুঙ্গে পৌঁছেছে।
কৃষি আইনের বিরুদ্ধে ব্যাপক বিরোধ প্রদর্শন নিয়ে এখন রাজনীতি, নেতাদের তর্ক বিতর্কও চরমে পৌঁছেছে। এর মধ্যে এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যা কৃষি আইন বিরোধী আন্দোলনের উপর প্ৰশ্ন খাড়া করেছে।
আসলে এক ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে যেখানে এক প্রদর্শনকারী মহিলা প্রধানমন্ত্রী মোদীর মৃত্যু কামনা করে স্লোগানবাজি করেছেন। মহিলাকে ভাইরাল ভিডিওতে বলতে দেখা গেছে, মোদী মরে যা তুই, দেশ বেঁচে খেয়ে নিয়েছিস। এছাড়াও রেল বেঁচে খেয়েছিস তুই, মোদী মোরে যা তুই। এই ধরনের অভদ্র মন্তব্য করেছেন মহিলা। প্রাপ্ত খবর অনুযায়ী ভাইরাল হওয়া ভিডিতে দেখা যাওয়া মহিলা বামপন্থী নেত্রী বলে জানা গেছে।
Shameful behavior at the ‘farmer protest’, with women singing ‘Modi Mar Jaa Tu’!
Is this all that the Communist parties of India capable of? pic.twitter.com/6QkQ6ksxEa
— Amit Malviya (@amitmalviya) December 13, 2020
একজন নেত্রী হয়ে দেশের প্রধানমন্ত্রীর উপর এমন মন্তব্য করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশের জনতা আক্রোশ প্রকাশ করেছেন। অনেকে বামপন্থী নেত্রীকে গ্রেফতার করার দাবি তুলেছেন।
প্রসঙ্গত এর আগে কৃষক আন্দোলন থেকে এক ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে এক তথাকথিত কৃষক বলেছিলেন- ইন্দ্রিরা গান্ধীকে মেরেছি এবার মোদীকে মেরে দেব।