মারপিট করতে করতে নর্দমায় দুই ‘জা”, তবুও থামল না কেউ! কোটিপতি গৃহবধূদের চুলোচুলির ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : যাকে বলে একে বারে ‘রাম-রাবণের যুদ্ধ।’ একই পরিবারের দুই বৌয়ের মারপিট করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জানা যাচ্ছে ভিডিওটি রাজস্থানের আজমীরের কোনও এক গ্রামের। মারপিট করতে করতে দুজনেই পড়ে যায় নর্দমায়। তাও থামে না লড়াই।

ভিডিওটি  সোশ্যাল মিডিয়ায় আপলোড করে The Fact Factory। ভিডিওতে দেখা যাচ্ছে এক পরিবারের দুই বৌয়ের ধুন্ধুমার লড়াই। জানা গিয়েছে যে, ওই দুই বৌয়ের পরিবার কোটিপতি। তাঁরা সম্পর্কে একে অপরের জা হন। দুজনে লড়াই করতে এতটাই মগ্ন ছিল যে নর্দমায় পড়েও তাঁদের হুঁশ ফেরেনি। নর্দমার মধ্যেও জারি ছিল তাঁদের যুদ্ধ। পরিবারের বাকি সদস্যরাও হাজির হয় একটু পরেই। সেখানে উপস্থিত ছিলেন আরও মানুষজন। কিন্তু সেসব বিষয়ে দুজনেই বেখেয়াল ছিলেন।

জানা যাচ্ছে, আজমেরের এক কোটিপতি বাড়ির গৃহবধূ দুজনেই। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। সেখান থেকে মারামারি পৌঁছায়। একে অপরকে লাথি ঘুঁষি মারতে থাকে। আশেপাশে হাজির হওয়া লোকজন কেউ ভিডিও করতে শুরু করে কেউ বা নির্বাক দর্শক হয়েই থেকে যায়।

জানা যাচ্ছে, দুই গৃহবধূ কুমাবত পরিবারের। পেট্রোল পাম্পের মালিক নরেন্দ্র কুমাবত আর তাঁর মৃত ভাইয়ের স্ত্রীর মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা দীর্ঘদিনের। ১৫ জুন মৃত ভাইয়ের বিধবা স্ত্রী সংগীতা কুমাবত তার বাপের বাড়ির লোকজন নিয়ে পেট্রোল পাম্পে পৌঁছায় এবং সেখানেই শুরু হয় গণ্ডগোল। ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ দেখেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে কমেন্টের ঝড়ও বয়ে যায় ভিডিওর কমেন্ট সেকশনে।

Sudipto

সম্পর্কিত খবর