‘আমার দোকান আছে’, ক্রেডিট কার্ডের অফার দেওয়ায় যুবতীকে জবাব দিয়ে ভাইরাল ফুচকাওয়ালা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আপনার কাছে কি ক্রেডিট কার্ড রয়েছে? যদি না থাকে, তাহলে কি আপনি চান আপনারও একটি ক্রেডিট কার্ড হোক। যদি চান তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন একটি নিজস্ব ক্রেডিট কার্ড। দেরি করবেন না, কারণ সময় সুযোগ চলে গেলে আপনি চাইলেও তখন আর ক্রেডিট কার্ডের মালিক হতে পারবেন না। আর আপনার যদি ক্ষমতা না থাকে ক্রেডিট কার্ড না রাখার তাহলে ভুলেও কোনও কোম্পানির ক্রেডিট কার্ড রিকোয়েষ্ট-কে প্রশয় দেবেন না। নয়তো আপনিও হয়ে উঠতে পারেন হাসির পাত্র। আজ এইরকমই একটি গল্প আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।

তবে গল্পটি বলার আগে একবার যারা জানেন না তাদের জন্য বলে রাখা যাক যে ক্রেডিট কার্ড বস্তুটি আসলে কি। একটি ক্রেডিট কার্ড হল একটি পাতলা আয়তক্ষেত্রাকার প্লাস্টিক বা ধাতুর তৈরি কার্ড যা আর্থিক প্রতিষ্ঠানগুলি তরফ থেকে যোগ্য ব্যক্তি দেওয়া হয়, যা আপনাকে আপনার কেনাকাটার জন্য অর্থ প্রদানের ক্ষেত্রে একটি পূর্ব-অনুমোদিত সীমা থেকে তহবিল ধার করতে দেয়। আপনার ক্রেডিট স্কোর এবং ইতিহাসের উপর ভিত্তি করে কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান দ্বারা সীমা নির্ধারণ করা হয়। সকলেই চাইলে ক্রেডিট কার্ডের অধিকারী হতে পারেন না।

এখানে বলা হতে চলেছে এক ফুচকাওয়ালার গল্প, যার কাছে আচমকাই ফোন আসে ক্রেডিট কার্ড তৈরির রিকোয়েস্ট নিয়ে। চিনার পার্ক মোড়ে তার ফুচকার দোকান অবস্থিত। তার কাছে একদিন HDFC ব্যাঙ্কের তরফ থেকে ফোন আসে এবং তাকে জিজ্ঞাসা করা হয় তিনি তাদের তরফ থেকে ক্রেডিট কার্ডের মালিক হতে চান কিনা। সেই ফুচকা ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করলে কথাবার্তা এগোতে থাকে।

HDFC ব্যাঙ্ক থেকে যে তরুণী ফোন করেছিলেন তিনি যখন জানতে পারেন তিনি কথা বলছেন একজন ফুচকা ব্যবসায়ীর সাথে, তখন কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। যদিও সেই তরুণী পরে আশ্বাস দেন যে একটু ভালো অফার থাকলে তিনি তার বান্ধবীদের সাথে নিয়ে সেই চিনার পার্কের দোকান থেকে ফুচকা খেয়ে আসবেন। ফলে ক্রেডিট কার্ড না পেলেও ফুচকা বিক্রেতাটি যে অদূর ভবিষ্যতে বড়ো রকমের লাভের মুখ দেখতে চলেছেন তাতে সন্দেহ নেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর