বাংলাহান্ট ডেস্ক : নারকীয় এক ঘটনার সাক্ষী রইল দেশ। মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে প্রকাশ্য দিবালোকে ঘোরানো হল বছর কুড়ির এক গণধর্ষিতাকে। শিউরে ওঠার মতন এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির বুকে। তার থেকেও মর্মান্তিক ব্যাপার এই যে এই ঘটনায় অভিযুক্তেরা সকলেই মহিলা।
ঘটনাটি ঘটেছে দিল্লির কস্তুরবা নগরে। এক তরুণের আত্মহত্যার জন্য দায়ি করে প্রথমে অপহরণ করে গণধর্ষণ, তারপর এভাবে মাথা মুড়িয়ে, মুখে কালি আর জুতোর মালা পরিয়ে ঘোরানো হল বছর কুড়ির ওই তরুণীকে।
জানা যাচ্ছে, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক তরুণের। কিন্তু গত ১২ নভেম্বর আত্মহত্যা করেন তিনি। সেই তরুণের মৃত্যুর জন্য এই তরুণীকে দুষতে থাকেন তরুণের বাড়ির লোক। এরপরই মৃত তরুণের কাকা এই তরুণীকে বাড়ি থেকে অপহরণ করেন। গণধর্ষণ করা হয় তাঁকে। ওই তরুণের কাকা বেআইনি মদের কারবার করেন বলেই অভিযোগ।
কিন্তু না, এখানেই শেষ হয়নি ওই তরুণীর উপর অত্যাচার। এবার মাথা ন্যাড়া করে মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানো হল তাকে। পরানো হল জুতোর মালাও। পুরো ঘটনাটির একটি ভিডিও ক্লিপ বাইরে এসেছে। তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মহিলা অত্যাচার চালাচ্ছেন তরুণীর উপর। শুধু অত্যাচারই নয়,রীতিমতো উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাঁদের। এই ভিডিও দেখে কার্যতই শিউরে উঠেছেন দেশবাসী।
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
ঘটনাটি সামনে আসার পরই নিন্দায় ফেটে পড়েন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ট্যুইটে তিনি লেখেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে?’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্ণর অনিল বাইজলকে এই ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জিও জানান তিনি। ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে ওই তরুণী এবং পরিবারের নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে পুরো ঘটনায়। সম্পুর্ণ ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ।