‘অফলাইনে পরীক্ষা হলে না দেখে লিখতে হবে’, ছাত্রীর ভাইরাল ভিডিও দেখে হেসে পাগল নেটদুনিয়া

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বাংলা জুড়ে অনলাইন বনাম অফলাইন পরীক্ষার দাবি ঘিরে ঝড় উঠে চলেছে। একদিকে কিছু সংখ্যক পরীক্ষার্থী যখন অফলাইন পরীক্ষা দেওয়ার ব্যাপারে মত প্রকাশ করেছে, তো সেখানে অপরদিকে বহু সংখ্যক ছাত্রছাত্রী মিলে অনলাইন তথা বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার দাবিতে অনড় রয়েছে। স্কুল কিংবা কলেজে ক্লাস করলেও পরীক্ষা তারা কেবলমাত্র অনলাইন মাধ্যমে দেওয়ার বিষয়েই মত প্রকাশ করেছে। এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের আন্দোলন রয়েছে জারি। এই সকল আন্দোলনকারী পড়ুয়াদের একটাই মত, “সমস্ত ক্লাস যখন অফলাইনে হয়নি, তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেবো না।” আর এখানেই বেঁধেছে বিপত্তি।

তবে এসকল বিতর্ককে ছাপিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে এক আন্দোলনরত ছাত্রীর বক্তব্য ঘিরে হতভম্ব হয়ে গেছে সকল মানুষ।

   

Sayan chakraborty নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করা হয় ভিডিওটি। ভিডিওয় বেশ কিছু পড়ুয়াকে অনলাইনের দাবিতে আন্দোলন করতে দেখা যায়; তার মধ্য থেকে মহিলা সাংবাদিক এক ছাত্রীকে তাদের দাবি ঘিরে প্রশ্ন করলে জবাবে সে বলে, “অনলাইনে যদি পরীক্ষা হয়, তাহলে আমরা বিভিন্ন বিষয়ে বই পড়ে তারপর সেটা লিখতে পারি। সেই সময় আমাদের বই পড়তে হয়। কিন্তু যদি আমরা অফলাইনে পরীক্ষা দিই, তাহলে আমাদের পুরো বিষয়টি না দেখেই লিখতে হবে।” অর্থাৎ ছাত্রীটি পরোক্ষে বই দেখে লেখার বিষয়ে দাবি জানাতে থাকে আর তার এই অদ্ভুত দাবি ঘিরে চাঞ্চল্য পড়ে যায় গোটা সোশাল মিডিয়ায়।

এক্ষেত্রে অবশ্য ছাত্রীটির পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে তার চারদিকে আরো অনেক আন্দোলনকারীদের দেখে বোঝা যায় যে, সকলে একই বিষয় নিয়ে আন্দোলন করে চলেছে।

যদিও এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই শুরু হয়ে যায় ট্রোল। একজন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী লেখেন, “আসলে বই খুলে লেখার জন্যই এই আন্দোলন চলছে।” অপর এক ব্যক্তি লেখেন, “বর্তমানে শিক্ষাব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। সকলে অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষা দিতে চাইছে, যাতে বাড়িতে বসে টুকলি করে লিখতে পারে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর