Viral video : প্রযুক্তির স্পর্শ লেগে বদলে গেল গীতাও (gita)। শ্লোকের ওপর যন্ত্র ছোঁয়ালেই শোনা যাচ্ছে শ্রী ভগবানের বানী। সম্প্রতি ভাইরাল হল এমনই এক ভিডিও। প্রিন্টিং এর অভিনব টেকনোলজি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটপাড়া। হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
শ্রীমদভগবদগীতা এক পবিত্র ভারতীয় ধর্মগ্রন্থ। কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে যখন সম্মুখে আত্মীয়দের দেখে অর্জুন মানসিক ভাবে ভেঙে পড়েছেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই বিশ্বের আসল সত্য সম্পর্কে অবগত করান। শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বলে মূলত মহাভারতের অংশ হলেও গীতাকে একটি আলাদা গ্রন্থ হিসাবে মর্যাদা দেওয়া হয়।
প্রায় প্রতিটি হিন্দু পরিবারে প্রতিদিন গীতা পাঠ হয়। কিন্তু অনেকেই পাঠ করার চেয়ে পাঠ শুনতে বেশি ভালোবাসেন। চোখের সমস্যার কারনে অনেক বৃদ্ধ – বৃদ্ধা গীতা পাঠও করতে পারেন না। এই সব সমস্যার সমাধান করতেই এই গীতা আনা হয়েছে বলে ভিডিওটিতে দাবি করা হয়েছে। ভিডিওতে বলতে শোনা যায় এমন টেকনোলজি আগে কখনো ব্যাবহার করা হয় নি৷ এই গীতা সম্পূর্ণরূপে ডিজিটাইলড।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রকাশক সংস্থা গীতার পাশাপাশি একটি ছোট্ট কলমের আকারের স্পিকারও দিচ্ছে৷ ঐ স্পিকারের এক প্রান্ত গীতার যে কোনো শ্লোকে ছোঁয়ালেই সেই শ্লোকের পাঠ শোনা যাচ্ছে। সংস্কৃত ভাষার পাশাপাশি এই গীতাটি হিন্দি ও ইংরেজিতেও অনূদিত। এই তিন ভাষার প্রতিটিতে ছোঁয়ালেই সেই শ্লোকটি পড়ে শোনাচ্ছে যন্ত্রটি। যন্ত্রটি হোম থিয়েটারের সাথে কানেক্টও করা যাবে। এমনকি রয়েছে চার্জ দেবার ব্যাবস্থাও। ভাইরাল ভিডিওতে দেখে নিন এই অত্যন্ত সুন্দর আবিষ্কারটি
https://www.facebook.com/100000008063510/posts/3597559266920973/?sfnsn=wiwspwa&extid=vqZhEcsB17LIPzJ6