বাংলা হান্ট ডেস্কঃ পণ (dowry) নেওয়া এবং দেওয়া দুইই অপরাধ বলে গণ্য করা হলেও, আজকের দিনে পণপ্রথা এখন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখনও দেখা যায়, পণের দাবিতে বিয়ে ভেঙ্গে দিয়ে চলে যাচ্ছে পাত্রপক্ষ। আর তাঁদের হাতে পায়ে ধরে বিয়েতে রাজী করাচ্ছে পাত্রীপক্ষ। তবে উত্তরপ্রদেশ থেকে কিছুটা অন্যরকম চিত্রই এবার ধরা পড়ল এক ভাইরাল ভিডিওতে (viral video)।
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকা থেকে একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে এই পণপ্রথা নিয়ে এক করুণ দৃশ্য ফুটে ওঠেছে। যেখানে দেখা যায়, পণের দাবি পূরণ না হওয়ায় পাত্র ক্ষেপে গেলেও, উলটে পাত্রকেই মারধোর করছে পাত্রীপক্ষ।
https://twitter.com/viralvdoz/status/1472445638071619589?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472761957178654721%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fgroom-demands-even-more-dowry-after-getting-3-lakh-bride-s-family-provides-with-something-more-31640085146245.html
জানা গিয়েছে, বিয়ে ঠিক হওয়ার সময় পাত্রের বাবা পণ হিসেবে ১০ লক্ষ টাকা চেয়েছিল পাত্রীপক্ষের কাছে। কিন্তু বিয়েতে ৩ লক্ষ টাকা ও হিরের গহনা দেওয়ার পরও মন ভরে না পাত্রপক্ষের। তাঁরা দাবি জানায়, পণের বাকি ৭ লক্ষ টাকা দিতেই হবে। এই বলে বিয়েতে বেঁকে বসে পাত্র।
আর তখনই ক্ষেপে ওঠে পাত্রীপক্ষ। আসর থেকে তুলেই বরকে মারধোর শুরু করে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা পাত্রকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছেন। সম্ভবত পাত্রের কোন আত্মীয়া হবেন। কিন্তু তার মধ্যে দিয়েই পাত্রকে টানাটানি করতে থাকে পাত্রীপক্ষের লোকজন, দিয়ে দেয় দুচার ঘাও।
স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই একদিকে যেমন এই ঘটনায় পাত্রপক্ষের নিন্দায় মুখর হয়েছে নেটিজনরা, তেমন অন্যদিকে বিয়ের পূর্বেই পণের বিষয়টা নিয়ে কেন প্রতিবাদ করা হয়নি বলেও মন্তব্য করেন নেটদুনিয়ার নাগরিকরা।