খাড়া পাহাড় বেয়ে চড়াই, যুবকদের টেক্কা দিয়ে উপরে উঠলেন ৭০ বছরের বৃদ্ধা, তুমুল ভাইরাল ভিডিও

viral video : মহারাষ্টের হরিহর দূর্গ, এই দূর্গে চড়াই করা সেই সময়ের মানুষের পক্ষে যেমন দুঃসাধ্য ছিল আজও ততটাই। খাড়া পাহাড়ের মাথায় অবস্থিত এই দূর্গে চড়তে হয় অত্যন্ত খাড়া সিড়ি বেয়ে। সেই সিড়িতে রেলিংও নেই। যুবকদের পক্ষেও দুঃসাধ্য এই চড়াই সম্ভব করে দেখালেন এই ৭০ বছরের বৃদ্ধা। তুমুল ভাইরাল ভিডিওতে উপচে পড়ছে প্রশংসার বন্যা।

images 2020 10 12T142406.075

বলা হয় ‘বয়স কেবলই একটি সংখ্যা’ ‘। আমাদের চারিদিকে এমন কিছু উদাহরণ রয়েছে যা এই উক্তিটির সার্থকতা প্রমাণ করে । সম্প্রতি এই তালিকাতেই যুক্ত হয়েছেন আশা আম্বাদ নামে একজন ৬৮ বছর বয়সী বৃদ্ধা। যদিও যে সাহস ও সক্ষমতার পরিচয় তিনি দিয়েছেন তাতে তাকে বৃদ্ধা বলা যায় না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে, এই মহিলাকে অনায়াসে মহারাষ্ট্রের নাসিকের নিকটে অবস্থিত হরিহর দুর্গের খাড়া ধাপে উঠতে দেখা যায়। অসাধ্য এই ট্রেক করে গন্তব্যে পৌঁছানোর পর তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানায় উপস্থিত জনতা।

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। মহিলার এই সাহস ও ক্ষমতা দেখে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। প্রতি মুহুর্তে বাড়ছে লাইক কমেন্টের বন্যা।

সম্পর্কিত খবর