‘আমরা ঘুমালে করোনাও ঘুমিয়ে থাকে’, ভাইরাল ভিডিওতে পাক নেতার মন্তব্যে হেসে খুন নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) করোনা পরিস্থিতি প্রতিদিনই জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পরিস্থিতিতে সব থেকে বেশি প্রয়োজন সচেতনতা, কিন্তু তার বদলে হাস্যকর মন্তব্য করে নেট পাড়ায় ভাইরাল (viral) হলেন জমিয়েত উলেমা-ই-ইসলাম এর বর্তমান প্রেসিডেন্ট ফজল-উর-রহমান।

পাকিস্তানের জনসংখ্যা ভারতের রাজ্য উত্তরপ্রদেশের তুলনায়ও কম। জনঘনত্বের দিক থেকেও ভারতের তুলনায় অনেকটাই নীচে পাক মুলুক। কিন্তু তা সত্ত্বেও করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে নাস্তানাবুদ ইমরান সরকার।

চীনের সাথে বাণিজ্য তাঁদের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। এতটাই বিপর্যস্ত অবস্থা যে করোনা অতিমারি খুব দ্রুত হারে ছড়িয়ে পড়া সত্ত্বেও হু (WHO) এর নির্দেশ মেনে লকডাউনে যেতে পারছে না তারা। এমতাবস্থায় পাক জনগনকে বাঁচাতে পারে একমাত্র সচেতনতা। কিন্তু পাক নেতারা যা বলছেন, তাই দেখে হেসে খুন নেটপাড়া।

ভিডিওতে পাক নেতা ফজল উড় রহমান এর বক্তব্য, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে। আমরা যত ঘুমাব, ভাইরাসও ততই ঘুমিয়ে থাকবে। আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা যখন মরে যাই তখন ভাইরাসও মরে যায়।

যা দেখে নেটিজেনদের একের পর এক সরস মন্তব্যও ভেসে এসেছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, চীনা ভাইরাস বলে আমাদের কপি করে করোনা, চীনের জিনিস তো আসল হতে পারে না। আমি আশা করি এই তত্ত্ব শুনে কেউ সুইসাইড করবে না।

 

সম্পর্কিত খবর

X