বাংলা হান্ট ডেস্ক: দিন দিন হিজাব বিতর্ক ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে দেশজুড়ে। এবার বিহারেও ঠিক এইরকমই এক ঘটনা সামনে এল। জানা গিয়েছে যে, বিহারের বেগুসরাই জেলায় হিজাব পরে আসা এক মহিলাকে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঘটনায় বাধা দেওয়া হয়।
এদিকে, ওই মহিলা পুরো ঘটনাটি রেকর্ড করে গত রবিবার তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। এদিকে, এই ভিডিও সামনে আসার পরই তা দ্রুত হারে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। গত শনিবার মহিলাটি বেগুসরাইয়ের মনসুর চক শাখার ইউকো ব্যাঙ্কে টাকা তুলতে গেলে এই ঘটনাটি ঘটে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায় যে, ব্যাঙ্কের বেশ কয়েকজন কর্মচারী ওই মহিলাকে হিজাব খুলে তারপর টাকা তুলতে বলেন। এদিকে, ওই মহিলাটি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং তাঁর বাবা-মা’কে ফোন করে পুরো বিষয়টি জানান। পাশাপাশি, তিনি ব্যাঙ্কে হিজাব পরে আসা যাবেনা এই প্রসঙ্গে কোনো লিখিত নোটিশ আছে কিনা তাও দেখাতে বলেন।
এদিকে, মহিলাটির বাবা ভিডিওটিতে জানান যে, আমার মেয়ে এবং আমি প্রতি মাসে ব্যাঙ্কে আসতাম, কিন্তু আগে কেউ আপত্তি করেনি। এখন কেন তাঁরা এমন করছেন? কর্ণাটকে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে বিহারে কেন তা ঘটবে?” পাশাপাশি, ব্যাঙ্কিংয়ের কাজে হিজাব নিষিদ্ধ করার বিষয়ে তাঁদের কাছে কোনো লিখিত বিজ্ঞপ্তি আছে কিনা তাও জানতে চান তিনি। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের কর্মীরা তাঁদের বারবার ঘটনাটি রেকর্ড করতে বারণ করেন।
পাশাপাশি, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর আরজেডি নেতা তেজস্বী যাদব এটি রিটুইট করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ট্যাগ করে তেজস্বী সরাসরি প্রশ্ন করেছেন যে,”আপনার পদ সুরক্ষিত করতে আপনি কতদূর যেতে পারেন? আমি বুঝতে পারছি আপনি আপনার আদর্শ, নীতি, নৈতিক দায়িত্ব এবং বিবেক বিজেপির কাছে বন্ধক রেখেছেন, কিন্তু আপনি দেশের সংবিধানের শপথ নিয়েছেন। অন্তত সংবিধানকে সম্মান করুন এবং অভিযুক্ত কর্মচারীদের গ্রেফতার করুন।”
এদিকে ইউকো ব্যাঙ্ক তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে,”ব্যাঙ্ক নাগরিকদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে এবং জাতি বা ধর্মের ভিত্তিতে ব্যাঙ্কের গ্রাহকদের সাথে বৈষম্য করে না। পাশাপাশি ব্যাঙ্ক এই বিষয়ে সত্যতা যাচাই করছে।”
Meanwhile a girl in UCO Bank, Bihar told to take off her Hijab to withdraw cash. This video is from Begusarai Mansoor chowk.#HijabRow #Bihar #Islamophobia_In_India pic.twitter.com/Z5eCpXNpzx
— Meer Faisal (@meerfaisal01) February 20, 2022
অন্যদিকে, মঙ্গলবার সমগ্র বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার রীতেশ কুমার। তিনি বলেছেন যে, ব্যাঙ্কের ক্যাশিয়ার দেখেছিলেন যে ওই মহিলার স্বাক্ষরে পার্থক্য রয়েছে। যার কারণে তিনি ওই মহিলাকে তাঁর মুখ দেখাতে বলেছিলেন যাতে আমরা তাঁকে শনাক্ত করতে পারি। সুতরাং, হিজাব পরা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।