রং সাইড দিয়ে আসাই হল কাল! প্রকাশ্য রাস্তায় ডেলিভারি বয়কে জুতোপেটা মহিলার! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: ফের ডেলিভারি বয়ের গায়ে হাত তুললেন এক মহিলা। তবে, এবার ডেলিভারি বয়কে রীতিমত জুতোপেটা করলেন অভিযুক্ত মহিলাটি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জব্বলপুরে। মাঝরাস্তাতেই অত্যন্ত রাগান্বিত অবস্থায় ওই ডেলিভারি বয়কে জুতো খুলে মারতে থাকেন এক মহিলা। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যা দেখে ফের সাড়া পড়ে গিয়েছে দেশজুড়ে।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবক ওমতি থানায় মহিলাটির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, ওই যুবক জানিয়েছেন যে, গত ১৪ এপ্রিল দুপুর আড়াইটার দিকে তিনি পিৎজা ডেলিভারির জন্য রওনা হয়েছিলেন। রাস্তায় হঠাৎই ওই মহিলার স্কুটিটি সামনে চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এরপরই স্কুটি সহ ওই মহিলা পড়ে যান রাস্তায় এবং রাগে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এদিকে, এই ঘটনার পরেই ওই যুবক ভুল লেনে যাওয়ার জন্য ক্ষমা চাইলেও ওই মহিলা তাঁকে গালিগালাজ করার পাশাপাশি মারধর শুরু করেন। এমনকি, একটা সময়ে জুতো খুলেও পেটাতে শুরু করেন উনি। এমতাবস্থায়, সেখানে উপস্থিত লোকজন তাঁকে এই কাজ করতে বাধা দিলেও ওই ডেলিভারি বয়কে ক্রমাগত মারতে থাকেন মহিলাটি।

এমনকি, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতেও পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। যেখানে দেখা গিয়েছে যে, বাইকে বসে থাকা  ওই যুবককে মারছেন এক মহিলা। এমনকি, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও বারংবার জানাতে থাকেন। যদিও, একটা সময়ে ওই যুবককে লাথি পর্যন্ত মারেন তিনি। এদিকে, ওই যুবক সম্পূর্ণ নিরুত্তর ছিলেন। এমনকি, সেখানে উপস্থিত লোকজনেরাও বারবার ওই মহিলাকে মারধর করতে বারণ করলেও শোনেন নি তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ সক্রিয় হয়ে ওঠে:
জানা গিয়েছে যে, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয়ে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে। এরপর ওই যুবক থানায় মামলাও দায়ের করেন। এখনও পর্যন্ত অভিযুক্ত মহিলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, পুলিশ ওই মহিলাকে শনাক্ত করেছে। জানা গিয়েছে তাঁর নাম মধু সিং। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার এরূপ আচরণের তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CcVKZm4D_PP/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এর আগেও এই ধরনের ভিডিও একাধিকবার ভাইরাল হয়েছে। গত বছর, লখনউতে এক ক্যাব চালককে মারধর করেছিলেন এক মহিলা। সেই ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোড়নের সৃষ্টি হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর