বাংলাহান্ট ডেস্ক : লন্ডনে সঠিক শিক্ষা হলো রাহুল গান্ধীর। সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতাকে দেশাত্মবোধের পাঠ পড়ালেন এক ভারতীয় আধিকারিকই। ওই ভারতীয় সিভিল সার্ভেন্ট আধিকারিকের নাম সিদ্ধার্থ বর্মা। তিনি ভারতীয় রেলে আধিকারিক পদে কর্মরত। সিদ্ধার্থবাবু বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘পাব্লিক পুলিশ’ বিষয়ের উপর পড়াশুনা করছেন।
ঘটনার সূত্রপাত বেশ কয়েক দিন আগেই। লন্ডন সফরে গেছেন রাহুল গান্ধী। সেখানে একটি সভায় বিজেপি সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলতে গিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। ওই সেমিনারে রাহুল গান্ধী বলেন ‘বিজেপি সারা দেশে কেরোসিন ছড়িয়ে দিয়েছে।’ এছাড়াও রাজ্যগুলির ক্ষমতা খর্ব করতে ইডি, সিবিআইকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। লন্ডনে ‘আইডিয়াস ফর ইন্ডিয়া’ নামের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন ভারতীয় গণতন্ত্রে ফাটল ধরলে তা সমগ্র পৃথিবীর জন্য সমস্যা সৃষ্টি কবে।
এই বক্তব্যের বিরোধিতা করে ভারতীয় সিভিল সার্ভেন্ট সিদ্ধার্থ বর্মা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি রাহুল গান্ধীকে ভারতীয় সংবিধান বিষয়ে কড়া ভাষায় জবাব দিচ্ছেন। সিদ্ধার্থবাবু রাহুলকে বলেন, ‘আপনি বললেন যে ভারত একটি যুক্তরাজ্য। কিন্তু আপনি যদি সংবিধানের পিছনের পাতাগুলি এবং প্রস্তাবনা অংশ পড়েন তাহলে দেখবেন সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ভারত একটি রাষ্ট্র। শুধু তাই নয়, ভারত বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলির মধ্যে একটি। ভারত সম্পর্কে রাষ্ট্র শব্দটি বেদেও উল্লেখ আছে। তক্ষশিলার আচার্য চাণক্যও তাঁর ছাত্রদের পড়ানোর সময় বলেছিলেন, ভারতে অনেক জনপদ থাকলেও আদতে এটি একটিই রাষ্ট্র। ‘
Yesterday, in Cambridge, I questioned Mr. Rahul Gandhi on his statement that "India is not a nation but a Union of States". He asserted that India is not a nation but the result of negotiation between states. (His complete response will be shared once uploaded by organisers) pic.twitter.com/q5KluwenMf
— Siddhartha Verma (@Sid_IRTS) May 24, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর বিদ্বেষ থেকে দেশের ক্ষতি করছেন রাহুল গান্ধী, এমনটাই অভিযোগ করেছে বিজেপিও। বিদেশের মাটি থেকে বিভিন্ন সময় দেশের বিরুদ্ধে তাঁর সমালোচনা আসলে দেশের বিরোধিতা। বিজেপির অভিযোগ ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার পর থেকে দাঙ্গা উসকে দেওয়ার জন্য কংগ্রেসই কেরোসিন তেল বহন করছে। রাহুল গান্ধীকে একজন ‘স্বল্প সময়ের, অপরিণত, ব্যর্থ কংগ্রেস নেতা’ হিসেবেই অভিহিত করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।