ভুগোল স্যারকে ধরে প্যাঁদানি, স্কুল খোলার আগের দিন হেড মাস্টারের মারধরের ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: সাধারণত স্কুলের মধ্যে ঝগড়া বা মারামারি বেঁধে যায় ছাত্রদের মধ্যে! মাঝে মাঝে যা সামলাতে বেগ পেতে হয় শিক্ষকদেরও। তবে, কৃষ্ণনগরে যেন উলটপুরাণ! ছাত্ররা নয়, বরং স্কুল চত্বরেই তুমুল মারপিট দেখা গেল দুই শিক্ষকের মধ্যে। পাশাপাশি, মারপিটের ওই ধুন্ধুমার ভিডিও সামনেও এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। স্কুল খোলার ঠিক একদিন আগে দুই শিক্ষকের এমন ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন সমগ্র রাজ্যবাসীও! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। তবে, কেন হঠাৎ করে এই ঘটনা ঘটল? জানা গিয়েছে যে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে তাঁর সহকর্মীদের মনে ক্ষোভ জমেছিল অনেক আগে থেকেই। একাধিক ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও পাওয়া গিয়েছে।

সম্প্রতি ইনকাম ট্যাক্স ফাইলের জন্য প্রধান শিক্ষকের কাছে স্যালারি স্লিপ চান সহকারী প্রধান শিক্ষক তথা ওই স্কুলের ভূগোল শিক্ষক নিমাই মজুমদার। সেখান থেকেই শুরু হয় ঘটনার সূত্রপাত। প্রয়োজনীয় কাগজটি দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের কাছে চেয়েও কিছুতেই পাচ্ছিলেন না তিনি। স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস বিষয়টি নিয়ে সমানে অসহযোগিতা করে আসছিলেন বলে জানা গিয়েছে।

যেই কারণে বুধবার আর উপায় না পেয়ে একটি পোস্টার নিয়ে প্রধান শিক্ষকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন নিমাইবাবু। অবস্থান বিক্ষোভের সময় প্রধান শিক্ষক, নিমাইবাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনার পরই নিমাইবাবু প্রথমে প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেন। এরপর ওই দুই শিক্ষকের মধ্যে ব্যাপক হাতাহাতি চলতে থাকে। অবস্থা বেগতিক বুঝে সেখানে উপস্থিত সকলকে তাঁদের সামলাতে দেখা যায়।

এদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস। ভূগোল শিক্ষকের গায়ে হাত তোলার অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি জানিয়েছেন, আত্মরক্ষার জন্যই তিনি নিমাইবাবুকে ধাক্কা দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মিড ডে মিল থেকে শুরু করে আর্থিক নয়ছয়, এমন নানান অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কোনো শিক্ষক প্রতিবাদ করতে গেলেই তাঁদের বদলির হুমকি দেওয়া হত বলেও জানতে পারা গিয়েছে। যদিও, এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই এর তীব্র নিন্দা করেছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর