ঠিক যেন ম্যাজিক! চোখের পলকে সুরসম্রাজ্ঞী লতা হয়ে গেলেন শিল্পী, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সঙ্গীতপ্রেমীর কাছেই ৬ ফেব্রুয়ারি দিনটি একটি অন্ধকারতম দিন। কারণ, ওই দিনই সমগ্র বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সে চিরকালীন বিদায় নিয়েছিলেন সবার প্রিয় এই গায়িকা।

তারপর বিভিন্ন ভাবে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সকলেই। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার প্রতিটি ক্ষেত্রেই তাঁকে নিয়ে ভাইরাল হতে থাকে হাজার হাজার পোস্ট। সেই তালিকায় এবার এক মেক-আপ শিল্পী আলাদা করে নজর কাড়লেন সোশ্যাল মিডিয়ায়। মেক-আপের মাধ্যমে লতা মঙ্গেশকর হয়ে উঠেছেন তিনি।

আর এই নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে নেটমাধ্যমে। পাশাপাশি, অবাক করা এই ভিডিও দেখে স্তম্ভিত হয়েছেন সকলেই। দীক্ষিতা নামের ওই যুবতী মেক-আপের মাধ্যমে হুবহু শিল্পীর মুখ ফুটিয়ে তুলেছেন।

ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে লতা মঙ্গেশকর হয়ে ওঠার ওই মেক-আপ ভিডিওটি শেয়ার করেছেন দীক্ষিতা। শুধু তাই নয়, লতার গাওয়া জনপ্রিয় গান “লগ যা গলে” গানটিতেও গলা মেলাতে দেখা গেছে তাঁকে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একদম চোখের পলকে মেক-আপ ও শাড়ির মাধ্যমে এক্কেবারে হুবহু লতা হয়ে উঠেছেন তিনি। আচমকাই তাঁর এই পরিবর্তন নেটিজেনদের কাছে ঠিক যেন ম্যাজিকের মতো মনে হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে লতাজিকে শ্রদ্ধাজ্ঞাপনের কথাই লিখেছেন দীক্ষিতা। তবে, এভাবে মেক-আপের মাধ্যমে নিজেকে পরিবর্তনের ঘটনা দীক্ষিতা এর আগেও ঘটিয়েছেন। কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী রেখার মতো সেজে ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। তবে, দীক্ষিতার এই বর্তমান ভিডিওটি তোলপাড় করেছে নেটদুনিয়া। নেটিজেনরাও ভিডিওটির কমেন্টে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে, শনিবার লতা মঙ্গেশকরের গান গেয়ে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করেন বলিউডের “ভাইজান” সলমান খান। ইনস্টাগ্রামে এই প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন সলমান। সেখানে দেখা গিয়েছে যে, নিজের বাড়িতে একেবারে ঘরোয়া মেজাজে লতা মঙ্গেশকরের বিখ্যাত একটি গান গাইছেন বলিউডের এই অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান, আমির খান, বিদ্যা বালন, শ্রদ্ধা কাপুর সহ রণবীর কাপুরের মত একাধিক অভিনেতা-অভিনেত্রী। পাশাপাশি, লতা মঙ্গেশকরের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় লীলা বনশালী, অনুপম খেরের মত বলিউডের বিশিষ্ট ব্যক্তিরাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর