হিজাব খুলিয়েই ছাত্রীদের স্কুলে ঢোকাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা

বাংলা হান্ট ডেস্কঃ স্কুলে ঢোকার আগে ছাত্রীদের হিজাব বা হেড স্কার্ফ খুলে ফেলতে বলা হলে কর্ণাটকের একটি স্কুলের বাইরে অভিভাবক ও একজন শিক্ষিকার মধ্যে বচসা হয়। সংবাদ সংস্থা ANI-র শেয়ার করা একটি ভিডিওতে একজন শিক্ষিকাকে একটি স্কুলের বাইরে ছাত্রীদের হিজাব খুলে ফেলতে বলতে দেখা যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মান্ডিয়ার রোটারি স্কুলের শিক্ষিকা ছাত্রীদের স্কুলে ঢোকার আগে হিজাব খুলে ফেলতে বলেন। এর পর ছাত্রীর অভিভাবক ও শিক্ষিকার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এএনআই-র রিপোর্ট অনুযায়ী, স্কুলের বাইরে তার সন্তানদের সঙ্গে দাঁড়িয়ে থাকা একজন বাবা বলেছেন যে, তারা শিক্ষককে অনুরোধ করছেন যেন হিজাব খুলে ফেলার আগে শিক্ষার্থীদের ক্লাসরুমের ভিতরে যেতে দেওয়া হয়।

কয়েকজন দাবি করেছিলেন যে, মেয়েদের হিজাব পরে স্কুলে প্রবেশ করতে দেওয়া উচিত, তারা ক্লাসে এটি খুলে ফেলবে, কিন্তু তাদের স্কুলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর স্কুলের গেটেই অভিভাবক ও শিক্ষিকার মধ্যে বাকবিতণ্ডা হয়।

কর্ণাটকের একটি কলেজে কিছু মুসলিম ছাত্রীকে হিজাব পরার জন্য প্রবেশে নিষেধ করার পর থেকে গত কয়েকদিন ধরে স্কুল ও কলেজগুলিতে হিজাব পরার অধিকার নিয়ে উত্তেজনা চলছে৷ এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীরা বিক্ষোভ দেখায়, যার ফলে হিন্দু ছাত্ররাও শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া স্কার্ফ পরা শুরু করে দেয়।

কর্ণাটক হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ আজ আবার শুনানি করছে কলেজগুলিতে হিজাব নিষিদ্ধকে চ্যালেঞ্জ করে ছাত্রদের দায়ের করা আবেদনের ওপর। শুক্রবার, আদালত আবেদনের উপর গৃহীত অন্তর্বর্তী আদেশ আপলোড করে, যা শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার নির্দেশ দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর