চেয়েও পাঁপড় পেলো না বরপক্ষ, রণক্ষেত্রের রূপ নিলো বিয়েবাড়ি! ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আপনারা সকলেই নিশ্চয়ই বিয়ের বাড়িতে নিমন্ত্রণ পেয়ে থাকেন নিয়ম করে। একটা বেশ দামী সুন্দর উপহার নিয়ে নবদম্পতিকে তাদের পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে তারপর মন ভরে পেটপুজো করে বেরিয়ে আসা, এমন ঘটনার সাক্ষী আমরা বহুবার থেকেছি। কিন্তু ধরুন আপনি যখন খাবার টেবিলে বসে মাংসের হাড় চিবোতে তখন যদি দেখেন আপনার পাশের টেবিলে হাতাহাতি শুরু হয়েছে তাহলে ব্যাপারটা কেমন হবে?

ঠিক এমনটাই ঘটেছে কেরালার এক বিবাহ অনুষ্ঠানে। সবকিছু ঠিকঠাক চলছিল। বরপক্ষ পৌঁছে গিয়েছিল সময় মত। সকল নিয়ম ঠিকঠাক মনে হচ্ছিল। তারপর আচমকাই এমন একটি ঘটনা ঘটতে শুরু করে যার ফলে বিয়ের বাড়ি পরিণত হয় রণক্ষেত্রে। গোটা ঘটনাটি শুনলে আপনি একই সাথে আশ্চর্য হবেন এবং মজায় মেতে উঠবেন।

ঘটনাটির ভিডিও সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করেছে। এখনো অবধি পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে বরের বন্ধুরা যখন খেতে বসেছিলেন তখন তারা আরো কিছু পাঁপড় চেয়েছিলেন যা তারা পাননি। আজ থেকেই প্রথম শুরু হয় তর্কাতর্কি। কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় চলার পর মেজাজ হারিয়ে হাতাহাতি শুরু করে দুই পক্ষের মানুষজন।

ঘটনাটি নাকি এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় সে স্থানীয় পুলিশকে হস্তক্ষেপ করে সেই ঝামেলা থামাতে হয়। ঘটনায় যদিও কারোর গুরুতর আঘাত পাওয়ার খবর এখনো অবধি পাওয়া যায়নি। তবে পুলিশ ইতিমধ্যে ১০ জনের বিরুদ্ধে একটি কেস ফাইল করেছে। পুলিশদের মধ্যে থেকেই একাধিক আধিকারিক জানান, “বর পক্ষ থেকে খাওয়া-দাওয়া চলার সময় বরের বেশকিছু বন্ধু পাঁপড় দাবি করেছিল যা ক্যাটারার এজেন্সি লোকেরা আনতে অস্বীকার করে। এরপর নানান অপমানজনক কথাবার্তা শুরু হতে হতে জায়গাটা যুদ্ধক্ষেত্রের রূপ নেয়। লাথি, ঘুষির সাথে সাথে চেয়ার তুলে ছোড়াছুড়িও হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে এমন একটা ঘটনা ঘটেছিল। কারণ পরিষ্কার না হলেও একটি লিক হওয়া ফুটেছে থেকে দেখা গিয়েছিল যে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা রাস্তার মধ্যে নেমে মারামারি করছেন। ৩০ জনেরও মানুষ বেশি মানুষ রাস্তায় নেমে মারামারি করছিলেন যা দেখে ভিড় জমে যায়। কিন্তু পুলিশ আসার আগেই অভিযুক্তরা ওই জায়গা থেকে পালিয়ে যান।

সম্পর্কিত খবর

X