ফের পুলিশি অত্যাচারের ভিডিও ভাইরাল (viral video) হল সামাজিক মাধ্যমে। পুলিশের (police) সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ায় এক ফলওয়ালার ঠেলা লাথি মেরে ফেলে দিল পুলিশ আধিকারিক। কেরালার কান্নুরে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে নেট দুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে কেলারায়। ভিডিওতে কান্নুর থানার কয়েকজন পুলিশ আধিকারিককে রাস্তার বিক্রেতাদের সাথে অত্যন্ত খারাপ ব্যাবহার করতে দেখা যায়। তখনই কান্নুরের বাসিন্দা সাজিদ নামের এক ফল বিক্রেতার ঠেলায় লাথি মারেন পুলিশ কর্মী।
ভিডিওতে দেখা যায় পুলিশকর্মীরা রাস্তায় বিক্রেতাদের তাদের সরে যেতে বলে চিৎকার করছেন, সাজিদ এর বিরোধিতা করেন। এর পরেই বৃষ্টি হওয়া পুলিশ ছাতা সরিয়ে দেয় এবং এক পুলিশ কর্মী প্রথমে সাজিদের গাড়িকে লাথি মেরে ফল ফল সহ গাড়িটি ফেলে দেয়।
পরবর্তীতে সাজিদ সাংবাদিকদের জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হতেই থানায় ডেকে পাঠানো হয় সাজিদকে। তার মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়। এমনকি পরে এর ফল ভোগ করতে হবে এই সুরে হুমকিও দেন পুলিশ কর্মীরা।
সাজিদ জানিয়েছেন, এই প্রথম নয় এর আগেও বার বার পুলিশের অত্যাচারের মুখে পড়েছেন তারা। এর আগে ৮ পেটি আম নিয়ে গিয়েছিল পুলিশ কর্মীরা।
এমনিতেই কোভিডের কারনে বিপর্যস্ত দেশের অর্থনীতি। নীচু তলার মানুষের দুর্দশা চরমে উঠেছে। এরই মধ্যে পুলিশি অত্যাচারের এই ভিডিওটি নেট দুনিয়ায় আগুনের মত ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা উগড়ে দিচ্ছেন ক্ষোভ। এর আগে অন্য এক ভিডিওতে ইন্দোরের এক সরকারি কর্মচারীর ভেন্ডরদের ওপর এমনই অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছিল।
This happened at a market in Kannur, Kerala. When contacted this street vendor, he said the police demand street vendors not to do their business in the market. This means an end to their livelihood@thenewsminute @thewire_in pic.twitter.com/jrA9uyrWPV
— Muhammed Sabith (@MuhemmadSabith) September 12, 2020