বোতল থেকে ঢকঢক করে জল পান করছে তৃষার্ত কোবরা, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে নানান সময়ে বিভিন্ন বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা কখনো কখনো বেশ মজাদার হয় তো কখনো আবার ভয়ে গা শিউরে পর্যন্ত ওঠে। এক্ষেত্রে বেশিরভাগ ভিডিও জীবজন্তুর জীবনধারা অবলম্বন করেই তৈরি করা হয়। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে একটি সাপের কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে পড়েছে সকল সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা।

ডোডো নামক একটি ইউটিউব একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথমেই দেখা যায় যে, মাছ ধরার জালের মধ্যে আটকে পড়েছে একটি কিং কোবরা সাপ। দীর্ঘক্ষন তাকে সেখানে আটকে থাকতে দেখা যায়। বহু চেষ্টা করলেও সেখান থেকে বার হতে পারেনা সাপটি। এরপরই মাছের জালটি থেকে বহু চেষ্টার পর কোনমতে সাপটিকে বার করতে দেখা যায় এক ব্যক্তিকে।

এতক্ষণ পর্যন্ত সবকিছুই স্বাভাবিক থাকে। এমনকি সাপটিকে উদ্ধার করার জন্য বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ব্যক্তিটির প্রশংসাও করে। তবে এরপর যে দৃশ্যটি সকলের সামনে উঠে আসে তা বেশ আশ্চর্যজনক। জাল থেকে উদ্ধার করার পর তার হাতে থাকা বোতল থেকে সাপটির মুখের দিকে জল ঢেলে দেয় সে। সাপটিও এরপর পরম তৃপ্তি সাথে জল পান করতে থাকে।

স্প্রাইটের বোতল থেকে জল পান করার দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে সকলে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা জনপ্রিয় হয়ে ওঠে এবং সকল দর্শক কমেন্ট বক্সে নিজেদের ভালোবাসার উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর