ভয়ঙ্কর লড়াই দুই কিং কোবরার মধ্যে! শেষমেশ যা হল, তা কল্পনাতীত! রোমহর্ষক ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : একেই বলে জঙ্গলে দঙ্গল। এক কিং কোবরার সঙ্গে অন্য কিং কোবরার মরণপণ লড়াই। আর তা দেখতে সামাজিক মাধ্যমে ভিড় জমায় নেট নাগরিকরা। Daily Mail নামে এক ইউটিউব চ্যানেলে আপলোড হয় একটি ভিডিও। যেখানে দেখা যায় দীর্ঘক্ষণ ধরে চলছে দুটি সাপের ভয়কংর যুদ্ধ। মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধ করে তারা। এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এখনও পর্যন্ত প্রায় ১৩ লাখের বেশি দেখা হয়েছে এই ভিডিও।

সকলেই জানে যে কিংকোবরা সাপ খায় । কিন্তু এই দৃশ্য বিরল । এদিন সকালেই খাওয়ার সন্ধানে বেড়িয়ে যাওয়ার সময় একটি কিংকোবরার সামনে পড়ে যায় অপর কিং কোবরাটি । পালানোর চেষ্টা করলেও তা বিফলই হয়। ধরে ফেলে একটি কিং কোবরাটি অপর কিংকোবরাকে। এর পরই শুরু হয় ভয়ানক যুদ্ধ। দেখে মনে হয় তারা ঠিক করেই এসেছে যে কেউ একজনই তাদের মধ্যে ফিরতে পারবে নিজের বাসায়। লড়াই চলতে চলতে একটি কিংকোবরা অপর একটির গলা কামড়ে ধরে হঠাৎই। আর কিছুই করার থাকেনা ওই কিংকোবরার। বেঘোরে প্রাণ দিতে হয় তাকে।

অপর একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লড়াই লেগেছে একটি কিংকোবরার সঙ্গে অপর একটি কোবরার। কিংকোবরাটি কোবরাটিকে ধরে নিজের বাসস্থান নালার পাথরে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। কোবরাও নিজের শরীরের অর্ধেক পাথরের মধ্যে ঢুকিয়ে কিংকোবরার থেকে বাঁচার চেষ্টা করে । শেষে অবশ্য গ্রামবাসীরা বাঁশের খোঁচা দিয়ে ছাড়িয়ে দেয় দুই সাপকে ৷ ফের পাথরের ভিতর ঢুকে পড়ে সাপদুটি ।

গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামাড়ি জঙ্গলে রয়েছে হাতে গোনা কয়েকটি শঙ্খচূড় সাপ। এই সাপ সাধারণত গভীর জঙ্গলে থাকে। কী কারণে বার বার তারা লোকালয়ে বেরিয়ে আসছে তা নিয়ে চিন্তায় সর্প বিশেষজ্ঞরা।

Sudipto

সম্পর্কিত খবর