রাস্তায় যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ব্যাক্তি, দূরে দাঁড়িয়ে খবর করছে সাংবাদিক! ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ সর্বত্র

বাংলা হান্ট ডেস্কঃ সাংবাদিক হিসেবে আমরা বুঝি একজন কর্তব্যপরায়ণ, দায়িত্ববান ব্যাক্তি। যিনি শুধু খবরই সংগ্রহ করেন না। বিপদে মানুষের পাশেও দাঁড়ান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) এক ভিডিওতে (Video) ঠিক এর উল্টোটা দেখা যাচ্ছে। এক দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তি রাস্তায় শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন, আর দুই সাংবাদিক পাশে দাঁড়িয়ে খবর সংগ্রহ করছেন। যন্ত্রণায় কাতর ব্যাক্তির ভিডিও করতে ব্যস্ত সাংবাদিক একবারও এটা মনে করেনি যে, তাঁকে হাসপাতালে পৌঁছে দিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভিডিও টি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মোদী সরকারের মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)। উনি ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিকের আত্মার হত্যা।” ওনার এই ভিডিও পোস্ট করার পরেই ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। ওই সাংবাদিকের বিরুদ্ধে ওঠে নিন্দার ঝড়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যাক্তি স্কুটারের পাশে রাস্তায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। রাস্তার ঠিক উল্টোদিকে একটি স্কুটার থেকে দুজন ব্যাক্তি নামেন। যাঁদের হাতে একটি ক্যামেরাও আছে। ক্যামেরা হাতে ব্যাক্তিকে দেখে সাংবাদিকই মনে হচ্ছে। ওই সাংবাদিক আহত ব্যাক্তির সাহায্য না করে, চারিদিক ঘুরে ঘুরে ভিডিও করছেন। আর ওনার সাথে আসা আরেক ব্যাক্তি পাশে দাঁড়িয়ে তামাশা দেখছেন। ভিডিওতে আহত ব্যাক্তির কাতর আবেদন আর চিৎকারও শোনা যাচ্ছে।

https://www.facebook.com/KirenRijiju/videos/975823056194221/

গোটা বিশ্বে সাংবাদিকদের মর্যাদা অনেক অনেক বেশি। অনেক জায়গায় পুলিশ পৌঁছনর আগেই সাংবাদিক পৌঁছে যায়। আর অসহায় মানুষ দেখলে তাঁদের সাহায্যও করে। কিন্তু এই ঘটনা অমানবিকতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আমরা জানিনা যে এই ভিডিও কবেকার আর কোথাকার, তবে এরকম অমানবিক কাজ করা মানুষদের জানাই একরাশ ধিক্কার।

Koushik Dutta

সম্পর্কিত খবর