কীর্তনের নামে বেল্লাপন্না! যুবতীদের ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের রাজ্যে হরিনাম সংকীর্তন একটি অত্যন্ত প্রচলিত অনুষ্ঠান। ভগবানের নাম-গানের উদ্দেশ্যে গ্রাম-বাংলার প্রতিটি কোণায় মহা সমারোহে অনুষ্ঠিত হয় এই কীর্তন। এছাড়াও, এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত হন হাজার হাজার ভক্তরাও। কীর্তন, গান, ভজনের পাশাপাশি বিভিন্ন ভক্তিমূলক পন্থায় সম্পন্ন হয়ে অনুষ্ঠানগুলি।

তবে, বর্তমানের পরিবর্তনের যুগে সবকিছুতেই আসছে নতুনত্বের ছোঁয়া। সেই রেশ ক্রমশ স্পষ্ট হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানগুলিতেও। বলিউডের গান হোক কিংবা নাচের তাল এই সমস্ত কিছুর প্রত্যক্ষ প্রভাব দেখা যাচ্ছে হরিনাম সংকীর্তনের আসরে।

সম্প্রতি দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা “পুষ্পা”-র জনপ্রিয় গান “Srivalli”-র সুরের অনুকরণে কৃষ্ণ নামের ভিডিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছিল যে, সুরের পাশাপাশি, নায়কের নাচ এবং স্টাইলকেও হুবহু ফুটিয়ে তুলেছেন কিছু মানুষ। ইতিমধ্যেই আমরা অনেকেই সেই ভিডিও দেখেছি। যা নিয়ে অনেক প্রতিক্রিয়াও মিলেছে নেটিজেনদের।

তবে, এবার ফের সেই রকমই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল। নতুন করে আরও একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, পুরুলিয়ার জনপ্রিয় একটি গানের সুরে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের মাঝেই রীতিমত উদ্দাম নাচ করছেন বেশ কয়েকজন মহিলা। পাশাপাশি, এই ভিডিওটিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে।

ইতিমধ্যেই ফেসবুকে এই ভিডিওটি প্রায় ৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি, ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে এটিতে। এছাড়াও, ভিডিওটি দেখে নিজস্ব প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এটা আদৌ কোনো কীর্তন নাকি ব্রেক ড্যান্সের আসর তা নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই। সবচেয়ে বড় কথা, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই পরপর এইরকম ভিডিও সামনে আসায় তা যে সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে তাও মনে করছেন অধিকাংশ মানুষ। এক কথায়, ভিডিওটি দেখে রীতিমত গর্জে উঠেছেন নেটাগরিকরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর