Viral video : সামাজিক মাধ্যমের যুগে ভাইরাল হওয়া ভিডিওগুলি যেমন আমাদের আনন্দে তোলে, তেমনই শিক্ষাও দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বহু জিনিসই শিক্ষণীয়। কিছু ভিডিও যেমন আমাদের জীবন সংগ্রাম সম্পর্কে শেখায়, তেমনই বেশ কিছু ভিডিও শেখায় দয়া,মায়ার মত মানবিক ধর্মগুলি। সম্প্রতি মানবিক ধর্মের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবকে ভালোবাসাই প্রকৃত সেবা। ঠাকুর রামকৃষ্ণের শিষ্য বীর সন্ন্যাসী বিবেকান্দও বলেছিলেন ‘জীবে প্রেম করে যেই জন/ সেই জন সেবিছে ঈশ্বর’। শিব জ্ঞানে জীব সেবা আমাদের চিরন্তন সংস্কৃতির অঙ্গ, আজ একবিংশ শতাব্দীর অবক্ষয়ের যুগেও তা যে একেবারে ধ্বংস হয় নি। তাই প্রমাণ হল সোস্যাল মিডিয়ার দৌলতে।
১৭ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভারতীয় বন আধিকারিক সুশান্ত নন্দা। ভিডিওতে দেখা যায়, এক মহিলা পরম যত্নে এক কাঠবেড়ালিকে কলা খাওয়াচ্ছেন।
রাস্তায় ইতিউতি দৌড়ে বেড়ানো কাঠবেড়ালিটিকে দেখেই কলাটি বের করেন কলাটি। তারপর সেটির খোসা ছাড়িয়ে নিজে হাতে কাঠবেড়ালিকে খাওয়ান।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। কয়েকঘন্টার মধ্যেই ১৭ হাজার নেট জনতা দেখে ফেলেছে এই ভিডিওটি। ইতিমধ্যেই ২ হাজারের বেশী নেট জনতা পছন্দও করেছেন। কমেন্ট বক্সে উপচে পড়ছে ঐ মহিলার প্রশংসা।
Be kind to all creatures
This is the true religion.The Buddha pic.twitter.com/Cv6OkZ2eeG
— Susanta Nanda (@susantananda3) September 20, 2020