প্লেনে সকলের গায়ের ওপর কাশতে শুরু করলেন মহিলা, আর তারপর যা হলো… দেখুন ভাইরাল ভিডিও

Published On:

Viral video : মানুষ যে কত আজব ঘটনা ঘটাতে পারে তার প্রমাণ আমরা বিভিন্ন ভাইরাল ভিডিওতে বার বার পেয়েছি। এবার করোনা আবহেই এক মহিলা যাত্রী প্লেনে আরেক আজব কান্ড ঘটালেন। প্লেনে সকলের গায়ের ওপর কাশতে শুরু করলেন তিনি।

দশ মাস ধরে বিশ্বব্যাপী মহামারি চলছে। ইতিমধ্যেই ১ মিলিয়নেরও বেশি লোক মারা গিয়েছে। করোনার হাত থেকে বাঁচার উপায় মাস্ক ও সামাজিক দূরত্ব। কিন্তু সকলে এই নিয়ম মানতে চাইছেন না৷ যেমন এই ‘ক্যারেন’ নামের মহিলা, যিনি মাস্ক পরার প্রতিবাদ করেন এবং ‘মৃত্যুর অনিবার্য’ বলে চেঁচাতে থাকেন প্লেনের মধ্যেই।

এক সহযাত্রীর তোলা সেই ভাইরাল ফুটেজে দেখা যায় এই স্কটিশ মহিলা মাস্ক পড়তে অস্বীকার করলে ১৮ ই অক্টোবর বেলফাস্ট থেকে এডিনবার্গে আসা একটি ইজিজেট বিমান থেকে বের করে দেওয়া হয়।

জোরপূর্বক বের করে দেওয়ার আগে তিনি বচসায় জড়িয়ে পড়েন সহ যাত্রী ও বিমানকর্মীদের সাথে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় তাকে। সে বার বার বলে মৃত্যু অনিবার্য, সকলের মৃত্যু হবে। এর পরেই তিনি কাশতে শুরু করেন সহযাত্রীদের শরীরে

ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নেটিজেনদের একাংশ এই মহিলার তুমুল সমালোচনায় মেতেছেন৷ তাদের বক্তব্য এমন কিছু অসচেতন মানুষের জন্যই সারা বিশ্বে মহামারি থামার নাম নিচ্ছে না। এদের শাস্তি হওয়া উচিত। তবে ঐ মহিলার শাস্তি হয়েছে কিনা জানা যায়নি। তবে তার যে শাস্তি প্রাপ্য সে ব্যাপারে সহমত অনেকেই

 

X