হনুমান শিকারে ২০ ফুট উঁচু গাছ থেকে লাফ চিতাবাঘের! তারপর যা হল … রইল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের প্রতিদিনের জীবনে এমন বহু ঘটনা ঘটে থাকে, যা আমরা কখনো কল্পনাই করতে পারি না। অথচ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের বৈচিত্রময় দৃশ্যগুলি আমাদের সামনে উঠে আসে। নেট মাধ্যমের দ্বারা বিশেষত জীবজন্তুদের ভিডিও উঠে আসে বিশ্ববাসীর সামনে। এক্ষেত্রে তাদের জীবনধারা থেকে শুরু করে হিংস্রতার দৃশ্য তুলে ধরা হয়। সম্প্রতি একটি ভিডিও ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে, যেখানে শিকারকে নাগালে পেতে একটি চিতা বাঘের অদম্য জেদের পরিচয় মিলেছে।

Panna tiger reserve নামক টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটিতে মধ্যপ্রদেশের পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রের চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওয় একটি চিতা বাঘকে 20 ফুট উঁচু একটি গাছের ডালে বসে থাকতে দেখা যায়। নেপথ্যে কারণ কি?

আসলে পাশের একটি গাছের মগডালে চড়ে বসেছিল একটি হনুমান বাচ্চা এবং সেটিকে শিকার হিসেবে নিজের নাগালে পেতে তৎপর হয়ে ওঠে চিতা বাঘটি। এক্ষেত্রে শিকারকে পাওয়ার জন্য একটি বাঘ যে কত রকমের চেষ্টা করতে পারে, তা সকলের জানা। এক্ষেত্রেও সেই একই ধরণের দৃশ্য উঠে আসে আমাদের সামনে। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, হনুমানটিকে নিজের নাগালে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বাঘটি এবং এরপরে সুযোগ পেয়ে এক গাছ থেকে অন্য গাছটিতে লাফ মারে চিতাবাঘটি। শুধু তাই নয়, এরপর 30 ফুট উঁচু গাছের মগডাল থেকে সোজা মাটিতে পড়ে তারা। এক্ষেত্রে আঘাত লাগা তো দূরের কথা বরং নিজের হাত থেকে হনুমানটিকে যেতেও দেয়নি সে। শিকারের প্রতি বাঘের এই তীক্ষ্ণ নজর দেখে সকলে হতবাক হয়ে উঠেছে।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে ওঠে এবং সকলে লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।


Sayan Das

সম্পর্কিত খবর