বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন ভাইরাল (viral) হওয়া অনেক ভিডিও (video) বা খবরকেই (news) আমরা বিশ্বাস করে নি। এই ভিডিও বা খবর গুলির যৌক্তিকতা খুঁজে দেখিনা অনেক সময়ই। আর সেই খবর হু হু করে ছড়িয়ে পড়ে দেশজুড়ে। তৈরি হয় বিভিন্ন ইস্যু। সম্প্রতি একটি মজার ভিডিও শেয়ার করে এই বিষয়ে সচেতন করলেন রাজকোন্দা পুলিশ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রেললাইনের ওপর বসে আছে একটি সিংহ। দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন। এমন অবস্থায় কিছুতেই নড়ল না সিংহ। ট্রেনিটি যখন সিংহের শরীরের ওপর এসে পড়ে তখন বোঝা যায় আসলে এই সিংহটি নকল এবং আধুনিক প্রযুক্তির কারসাজি।
ভিডিওটি শেয়ার করে রাজকোন্দা পুলিশ লিখেছে, সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া সব খবর সত্য নয়। শেয়ার করার সাথে সাথেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ১.৬ লাখের বেশি মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি। লাইক পড়েছে ১৩ হাজারেরও বেশি। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসার বন্যা।
কমেন্টে এক ব্যক্তি বলেছিলেন, “সুপার উদাহরণ, স্যার”। অন্য একজন লিখেছেন, “হাস্যরসের ভাল ধারণা”। “খুব উদ্ভাবনী, স্যার” পোস্টের নীচে লিখেছেন আরেক নেটাগরিক। একজন টুইটার ব্যবহারকারী ঘোষণা করেছিলেন, “একটি সুনির্দিষ্ট চাক্ষুষের সাথে একটি সত্য ব্যাখ্যা করা। ভালো লাগল স্যার ”। দেখুন সেই ভাইরাল ভিডিও
Don't trust every post on social media to be true.#FakeNews pic.twitter.com/tZGteSeKuQ
— Rachakonda Police (@RachakondaCop) August 24, 2020